হোম /খবর /বিনোদন /
শীতের সকালে রাস্তায় নেমে প্রিয় বন্ধুকে উষ্ণ আদরে ভরিয়ে দিলেন শুভশ্রী!

শীতের সকালে রাস্তায় নেমে প্রিয় বন্ধুকে উষ্ণ আদরে ভরিয়ে দিলেন শুভশ্রী!

শীতের সকালে ওরাও তো কষ্ট পায় ৷ ঠান্ডায় কুঁকড়ে থাকে ৷ তাঁদের জন্যই উষ্ণ আদরের ঝুলি উপুড় করে দিলেন নায়িকা ৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: প্রেম, প্রেম, শুধুই প্রেম ! প্রেমে একেবারে হাবুডুবু ৷ প্রেমে রয়েছেন রাজ-শুভশ্রী ৷ সে তো খুব স্বাভাবিক কথা ৷ স্বামী-স্ত্রীর সম্পর্ক তো এমনই হয় ৷ নতুন বছরের প্রথম দিনেও তাঁদের লিপ-লক ছবি দেখেছেন নেটিজেনরা ৷ মুহূর্তেই সেই আদরের ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় ৷কিন্তু এবার শুভশ্রীর আদর একটু বিশেষ কারও জন্য ৷ শীতের সকালে ওরাও তো কষ্ট পায় ৷ ঠান্ডায় কুঁকড়ে থাকে ৷ তাঁদের জন্যই উষ্ণ আদরের ঝুলি উপুড় করে দিলেন নায়িকা ৷ সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন শুভশ্রী ৷ সেখানেই দেখা যাচ্ছে, নায়িকা রাস্তার ছোট্ট কুকুর ছানাদের আদর করছেন ৷ সাধারণ জিন্স-টপ আর শীতবস্ত্র পরে বেরিয়েছেন শুভশ্রী ৷ পাড়ার বন্ধুরাও যেন তাঁর জন্যই অপেক্ষা করেছিল ৷ ছবিতে শুভস্রীর ক্যাপসন ‘হ্যালো ফ্রেন্ডস’ ৷

View this post on Instagram

Hello friends !! #lovefordogs #bestcreationofgod

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real) on

নায়িকার নিজের বাড়িতেও একটি পোষ্য রয়েছে ৷ চি হুয়া হুয়া প্রজাতির ওই কুকুর নায়িকার সর্বক্ষণের সঙ্গী ৷ এমনকি বিয়ের আসরেও তিনি সঙ্গে নিয়ে গিয়েছিলেন তাঁর প্রিয় পোষ্য ‘জিলাটো’কে ৷
 
View this post on Instagram
I know your hand will be always there to hold me... I have never seen god, but I have seen you.. You are god to me.. I love you Baba A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real) on
Published by:Simli Raha
First published:

Tags: Stray dog, Subhashree Ganguly