হোম /খবর /বিনোদন /
অন্তরঙ্গ ছবি পোস্ট করে রাজকে মনের কথা জানালেন শুভশ্রী !

অন্তরঙ্গ ছবি পোস্ট করে রাজকে মনের কথা জানালেন শুভশ্রী !

photo source Instagram

photo source Instagram

আবেগঘন ছবি পোস্ট করলেন নায়িকা।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: রাজ চক্রবর্তী ও শুভশ্রীর প্রেম কাহিনি বেশ মিষ্টি। রাজ টলিউডের নামি পরিচালক। শুভশ্রীও টলিউডের খ্যাতনামা অভিনেত্রীদের একজন। কাজের সূত্র ধরেই প্রেম বিয়ে। এবার মা হতে চলেছেন শুভশ্রী। এই জুটি সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ। নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইলেই মা হওয়ার খুশির খবর সকলকে জানিয়েছিলেন তাঁরা।

এবার ইনস্টাগ্রামে রাজকে নিয়ে ভালবাসার কথা লিখলেন শুভশ্রী। আবেগঘন ছবি পোস্ট করলেন নায়িকা। লিখলেন,"তুমিই আমার ভালবাসা। আমার হাসি, আমার ভুল, ঠিক। আমার কষ্ট আমার খুশি সব তুমি। তুমিই আমার সবকিছু।" এই ছবি পোস্ট করার পর ফ্যানেরা ভালবাসায় ভরিয়েছেন তাঁদের। শুভশ্রীর এক ভক্ত লিখেছেন, " তুমি হাসলেই আমাদের পৃথিবী রঙিন হয়ে ওঠে শুভশ্রী দিদি।"

Published by:Piya Banerjee
First published:

Tags: Instagram, Subhashree Ganguly, Tollywood