#কলকাতা: প্রেম দিবস বলে কথা! একেবারে প্রেমে মাখামাখি হলেন রাজ-শুভশ্রী৷ সেই গোপন ভিডিও ফাঁস হল! শুভশ্রীর বুকে মাথা রেখেছেন রাজ, আর শুভশ্রী আদরে ভরিয়ে দিচ্ছেন! রাজের মাথায় তিনি আলতো চুমু দিচ্ছেন৷ এমন ভিডিও হিট না হয়ে পারে? শুধু হিট নয়, ভ্যালেন্টাইনস ডে উপলক্ষ্যে এই ভিডিও একেবারে সুপার হিট! রাজ-শুভশ্রী এমনতেই দারুণ পছন্দের নেটিজেনদের৷ তাঁদের পারিবারিক ছবি হোক বা রোম্যান্স, সবই হয় ভাইরাল৷ এবং এখন সেই ভাইরাল টিমে যুক্ত হয়েছে তাঁদের সন্তান ইউভান৷ ছোট্ট ছেলের ছবি হোক বা ভিডিও, নিমেষে সকলের নজর কাড়ে৷
বিয়ের ঘোষণায় যেমন ছিল চমক, তেমনই রাজ-শুভ জীবনের প্রতিটি স্তর যেন চমকে মোড়া৷ ইন্ডাস্ট্রির নামজাদা পরিচালক রাজ, স্ত্রী প্রথম সারির নায়িকা৷ এই জুটি যে রিলের বাইরে রিয়ালেও তাঁদের খ্যাতির ছটা ছড়াবেন, তাতে আর সন্দেহ কোথায়! এবার প্রেম দিবসেও তেমনই এক ছোট্ট ভিডিও পোস্ট করলেন শুভশ্রী৷ একেবারে মাখোমাখো এই প্রেম! ছেলে নয়, শুভশ্রীকে জড়িয়ে রয়েছেন রাজ৷ আর স্বামী রাজকে ভ্যালেন্টাইনস ডের শুভেচ্ছা জানাচ্ছেন তিনি৷ খুবই মিষ্টি এই ভিডিওটি৷
তবে শুভশ্রীর জীবনে তো এখন একজন পুরুষ নেই, রয়েছ দু’জন পুরুষ৷ ছেলেকেও তিনি এই দিনে শুভেচ্ছা জানিয়েছেন৷ ছেলে ইউভানকে কোলে নিচ্ছেন তিনি এবং সেও মায়ের কোল চুপটি করে বসে আদর খাচ্ছে৷ একেবারে শান্ত মুখে দেখছে চারপাশ৷ খুবই সুন্দর ছেলের সঙ্গে দুটি ছবি শেয়ার করেন শুভশ্রী, এবং সেখানে লেখেন মাই লাভ! অর্থাৎ ছেলে ও স্বামীর সঙ্গে সময় ভাগাভাগি করেই আজকের স্পেশ্যাল ভ্যালেন্টাইনস ডে কাটাচ্ছেন ব্যস্ত টলি নায়িকা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।