#কলকাতা: শাশুড়ি বৌমার আদায় কাচঁকলায় সম্পর্ক... পান থেকে চুন খসলেই শুরু খণ্ডযুদ্ধ... এই দৃশ্য তো প্রায় প্রতিদিনই কোনও না কোনও টেলিভিশন সিরিয়ালে দেখে থাকেন! এবার দৃশ্যটা পালটাল... শাশুড়ি বৌমা মানেই ধুন্ধুমার কাণ্ড... এই বদ্ধমূল ধারনাটা বাস্তবে যে ঘটবেই, এমনটা নয়! স্বামীর মা-ও নিজের মায়ের মতো হতে পারেন, ভালবাসা-আদর-যত্নে ভরিয়ে দিতে পারেন বৌমাকে...এই সহজ-সরল বিষয়টাই আরেকবার তুলে ধরলেন টলিটাউনের মধ্যমণী শুভশ্রী গঙ্গোপাধ্যায় আর তাঁর শাশুড়ি মা ওরফে পরিচালক রাজ চক্রবর্তীর মা! কোনও সিনেমার শ্যুটিং নয়, এবারেই বাস্তব!
বিগত বেশ কয়েকদিন চলেছে টানা 'ধর্মযুদ্ধ'-র শ্যুটিং! জ্বর নিয়েই শ্যুট করেছেন রাজ-ঘরণী! শনিবার ব্রেক! এই সুযোগে বৌমাকে কাছে পেয়ে আদর-ভালবাসায় ভরিয়ে দিলেন রাজের মা। শুভশ্রীকে কোলে শুইয়ে সেবা যত্ন করলেন। শাশুড়ি-বৌমার ভিডিওটি শ্যুট করেন খোদ রাজ--
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Subhashree Ganguly