#কলকাতা: দেশে এখন চলছে ২১ দিনের লকডাউন। করোনা পরিস্থিতি মোকাবিলা করার জন্যই এই ব্যবস্ধা নিতে হয়েছে সরকারকে। সারা বিশ্বের সঙ্গে ভারতেও করোনার থাবা বেশ জোরালো। এই অবস্থায় সকলকে গৃহবন্দি করা ছাড়া উপায় নেই। মানুষ গৃহবন্দি হয়ে পড়ায় থমকে গিয়েছে অনেক কিছুই। তার মধ্যে টিভি সিরিয়াল, ও সিনেমার শ্যুটিংও বন্ধ। এই অবস্থায় নিজেদের টিকিয়ে রাখতে এবং মানুষকে ঘরে ভাল রাখতে সব চ্যানেলই তাঁদের পুরনো সিরিয়াল গুলোকে আবার টেলিকাস্ট করছে।
স্টার জলসার সিরিয়াল 'কিরণমালা' এক সময় সকলের খুব প্রিয় ছিল। রাজা রানিদের নিয়ে কাল্পনিক গল্প কিরণমালা। বাচ্চাদের খুব প্রিয় এই সিরিয়াল। লকডাউনে এই সিরিয়াল আবার দেখা যাচ্ছে প্রতিদিন সকাল দশটায়। এতে আর যাই হোক বাচ্চারা একটু আনন্দ পাবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।