• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • বেঙ্গালুরুর রাস্তায় সৃজিত ও অনুপম ! চাকরি জীবনের ছবি পোস্ট করলেন পরিচালক !

বেঙ্গালুরুর রাস্তায় সৃজিত ও অনুপম ! চাকরি জীবনের ছবি পোস্ট করলেন পরিচালক !

photo source Instagram

photo source Instagram

চাকরি জীবন আর ভাল লাগছিল না তাঁদের। সিদ্ধান্ত নিয়ে ফেলেন সব ছেড়ে সিনেমা বানাবেন। আর অনুপম ভেবে ফেলে সেও সব ছেড়ে গান বাঁধবে।

 • Share this:

  #কলকাতা: সৃজিত মুখোপাধ্যায়ের প্রথম ছবি 'অটোগ্রাফ'। এই ছবিটি সৃজিত পরিচালনা করেছেন ২০১০ সালে। প্রথম ছবিতেই প্রশংসিত হয়েছিল তাঁর পরিচালনা। এর পর একের পর এক ছবি পরিচালনা করে সৃজিত কলকাতার জনপ্রিয় পরিচালকদের একজন হয়ে উঠেছেন।

  তবে ছবি পরিচালনায় আসার আগে সৃজিত চাকরি করতেন বেঙ্গালুরুতে। একজন বিসনেস অ্যানালিসিস্ট হিসেবে কাজ করতেন। বেঙ্গালুরুতেই সে সময় চাকরিরত ছিলেন গায়ক অনুপম রায়ও। অবসর সময়ে এই দুই বন্ধু গান বাজনা ও সিনেমা নিয়ে আলোচনা করেই কাটিয়ে দিতেন। চাকরি জীবন আর ভাল লাগছিল না তাঁদের। সিদ্ধান্ত নিয়ে ফেলেন সব ছেড়ে সিনেমা বানাবেন। আর অনুপম ভেবে ফেলে সেও সব ছেড়ে গান বাঁধবে।

  চাকরি ছেড়ে সোজা কলকাতায় দুই বন্ধু। অনেক ঘাত প্রতিঘাত, লড়াইয়ের পর জন্ম নিল 'অটোগ্রাফ'। তাঁর আগের কয়েক বছরের কঠোর পরিশ্রমের সাক্ষি শুধু এই দুই বন্ধু। অটোগ্রাফ'-এই প্রথম মানুষ অনুপমের গান শুনল। 'আমাকে আমার মতো থাকতে দাও' সুপারহিট হয়। ততটাই সুপারহিট ছিল সিনেমা। এর পর আর পিছনে তাঁকাতে হয়নি তাঁদের। কলকাতা এক পরিচালক ও গায়ককে পেয়েছিল সে বছর।

  View this post on Instagram

  Bangalore Days. Circa 2006. With @aroyfloyd.

  A post shared by Srijit Mukherji (@srijitmukherji) on

  সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে সৃজিত মুখোপাধ্যায় একটি ছবি শেয়ার করেছেন। ছবিটি বেঙ্গালুরুতে যখন তাঁরা চাকরি করতেন সে সময়কার। অনুপম ও সৃজিত একটি রাস্তার ধারের খাবার হোটেলে বসে রয়েছেন। ছবি পোস্ট করে সৃজিত  ট্যাগও করেছেন অনুপম রায়কে।

  Published by:Piya Banerjee
  First published: