#কলকাতা: সারা দেশজুড়ে চলছে লকডাউন। বন্ধ হয়েছে দেশ বিদেশের বিমান পরিষেবা। করোনা মোকাবিলাতেই এই ব্যবস্থা নিতে হয়েছে সরকারকে। এর ফলে বন্ধ স্কুল, কলেজ, সিনেমাহল, শ্যুটিং সব কিছু। কিন্তু এই লকডাউনে মুশকিলে পড়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।
সদ্যই তিনি বিয়ে করেছেন বাংলাদেশের মিথিলাকে। কিন্তু লকডাউন ঘোষণার সময় মিথিলা ছিলেন বাংলাদেশে। আর সৃজিত কলকাতায়। যার ফলে বাংলাদেশেই আটকে যান মিথিলা। যদিও তিনি তাঁর নিজের বাড়িতেই রয়েছেন। কিন্তু কবে তাঁর ফের সৃজিতের সঙ্গে দেখা হবে তা দুজনেই জানেন না। কারণ লকডাউন কবে উঠবে বলা যাচ্ছে না। সেই সঙ্গে বিমান কবে চলবে তাও জানা নেই। অনিশ্চিয়তায় ভুগছে গোটা দেশ। বাদ যাননি সৃজিতও। ভিডিওকলে তাঁরা কথা বলছেন ঠিকই। তবে সবই নির্ভর করছে সরকারের উপর। এবং করোনা পরিস্থিতির উপর। সৃজিত কিছুটা মন খারাপ করেই আজ তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে মিথিলা ও তাঁর একটি ছবি পোস্ট করেন। বিয়ের সাজে মিথিলা। কপালে চুমু খাচ্ছেন সৃজিত। এই ছবি পোস্ট করে তিনি লিখলেন, "যা থাকে কপালে"। তবে শুধু সৃজিত মিথিলায় নন এই একই সমস্যায় পড়েছেন অনেকেই। করোনার হাতেই আটকে রয়েছে গোটা দেশবাসীর ভবিষ্যৎ।
View this post on Instagram
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Instagram, Srijit Mukherji