#কলকাতা: টলিটাউনের হার্টথর্ব শ্রাবন্তী আর রোশন সিং... এই সেলেব দম্পতির প্রেম দেখে অনেকেই ঈর্ষায় চোখ টাটান... রোশনকে যেন চোখে হারান শ্রাবন্তী, একই দশা রোশনের। শ্রাবন্তীর শ্যুটিংয়েও মাঝেমধ্যেই দেখা মেলে রোশনের! মিঞা বিবি দু'জনেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক অ্যাক্টিভ! প্রতিনিয়ত ফ্যানেদের জন্য ব্যক্তিগত জীবনেরও নানা মুহূর্ত শেয়ার করেন। এবার শেয়ার করলেন রোম্যান্সের ছবি । আর হবে নাই বা কেন? করোনার জেরে সকলেই ঘরে বন্দী । ৩১ মার্চ পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে সমম্ত সিনেমা, সিরিয়াল ও ওয়েব সিরিজের শ্যুটিংও । তাই ব্যস্ততার কারণে যে কাজটি সেলেবরা করতে পারেন না, সে কাজটিই এখন করছেন চুটিয়ে । পরিবারের সঙ্গে কাটাচ্ছেন কোয়ালিটি টাইম । নবদম্পতি তাই ভরপুর রোম্যান্সে জড়িয়ে রয়েছেন একে অপরের সঙ্গে । সেই ছবিও পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায় ।
View this post on Instagram
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Srabanti Chatterjee