Home /News /entertainment /
জিৎ হলেন ‘বাঘ’, আর ‘বাঘিনী’ সায়ন্তিকা, তারপর...দেখুন ভিডিও

জিৎ হলেন ‘বাঘ’, আর ‘বাঘিনী’ সায়ন্তিকা, তারপর...দেখুন ভিডিও

ছবির প্রমোশনে জিৎ ও সায়ন্তিকা ৷ ছবি: অয়ন নাথ ৷

ছবির প্রমোশনে জিৎ ও সায়ন্তিকা ৷ ছবি: অয়ন নাথ ৷

 • Share this:

  #কলকাতা: টলিপাড়ায় জোর হইচই ৷ আবারও এক সঙ্গে জিৎ-সায়ন্তিকা ৷ এর আগে তিনটি ছবিতে একসঙ্গে কাজ করে ফেলেছেন এই দুই নায়ক-নায়িকা ৷ ফের একসঙ্গে আসছেন তাঁরা ৷ ছবির নাম ‘বাঘ বন্দি খেলা’ ৷

  ছবিতে সায়ন্তিকার সঙ্গে অভিজ্ঞতা কেমন ছিল বলতে গিয়ে জিৎ জানান, এই নিয়ে চতুর্থ ছবিতে সায়ন্তিকার সঙ্গে কাজ করছেন তিনি ৷ আর তাঁর সঙ্গে কাজ করতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি ৷ আর তাই কাজটাও ভাল হয় ৷ আর সেই ছাপটাই পড়েছে এই ছবিতে অভিনয় করার সময় ৷ আর জিৎ-সায়ন্তিকার সেই রসায়ন দেখা যাবে আগামী ১৬ নভেম্বর ৷

  গতকাল বৃহস্পতিবার কলকাতার একটি পাঁচতারা হোটেলে বসেছিল চাঁদের হাট ৷ আসলে তিনটি ছবি মিলে তৈরি হয়েছে ‘বাঘ বন্দি খেলা’ ৷ প্রসঙ্গত প্রসেনজিৎ-জিৎ-সোহমের এই আসন্ন ছবি ‘বাঘ বন্দি খেলা’র টিজারে হইচই পড়ে গিয়েছে টলিপাড়ায়৷ এই সিনেমা তিনটি গল্পের পাওয়ার প্যাক। প্রথম গল্প ‘বাঘ’। শেফ রাজা চন্দ। মশালা জিৎ ও সায়ন্তিকা। স্পাইস অ্যাকশন। অ্যান্ড গার্নিশিং উইথ ‘আওয়ারা’ জুটির রোম্যান্স। আর রয়েছে ‘যেখানেই ক্রাইমের ছায়া পড়ে, বাঘের পায়ের ছাপ পড়ে ঠিক তার ওপর’ মতো ফাটাফাটি ডায়ালগ।

  দ্বিতীয় গল্পে প্রেম করতে এসে ক্রাইম আর ক্রিমিনালের মাঝে ‘বন্দি’ সোহম। দ্বিতীয় গল্পের ফ্লেভার রোম্যান্স। তার সঙ্গে প্রেমের প্রথা মেনে আছে বাঁধা। অভিনয়ে সোহম চক্রবর্তী ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এই গল্পের পরিচালক সুজিত মন্ডল। টিজারে প্রেমিক-প্রেমিকা দু’জনকে শুধু ছুটতেই দেখা গিয়েছে। তবে কয়েক ঝলকে রূপের গুনে নজর কেড়েছেন অভিনেত্রী। অন্যদিকে সোহমের সরল মুখের অভিব্যক্তি এখানেও বাজি মেরে যায়।

  DSC_2015

  ‘বাঘ বন্দি খেলা’ ছবির প্রমোশনে নিসপাল সিং রাণে, সোহম চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং বিশ্বনাথ বসু ৷ ছবি: অয়ন নাথ ৷

  লাস্ট বাট নট দ্য লিস্ট, হরনাথ চক্রবর্তীর গল্প ‘খেলা’। বহুবছর পর আবার একসঙ্গে ফিরছে একসময়ের হিট এই পরিচালক ও নায়ক জুটি। তবে পার্থক্য কোনও প্রেমের গল্প নয়। থ্রিলার দিয়ে কামব্যাক করছেন হর-বুম্বা পেয়ার। টিজারে দেখা পাওয়া ফুটেজ বলছে দমদার এ কাহিনি। আইনজীবির ভূমিকায় প্রসেনজিৎ। এছাড়া রয়েছেন অঞ্জনা বসু, ঋত্বিকা সেন, অয়ন ভট্টাচার্য, শান্তিলাল মুখোপাধ্যায়, রাজেশ শর্মার মতো অভিনেতারা।

  First published:

  Tags: Bagh Bondi Khela, Jeet, Sayantika Banerjee

  পরবর্তী খবর