#কলকাতা: অবশেষে একটু স্বস্তির খবর । নতুন করে আর অবস্থার অবনতি হয়নি প্রবাদপ্রতীম বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের । দ্বিতীয়বারের ডায়ালিসিসও সফলভাবেই সম্পন্ন হয়েছে বলে বেসরকারি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে । শনিবার, ফের তাঁর ডায়ালিসিস হতে পারে বলে জানা গিয়েছে । সৌমিত্রর হিমোগ্লোবিনের মাত্রা কম, অভিনেতাকে ২ ইউনিট রক্ত দেওয়া হয়েছে । রক্তে ইউরিয়া, ক্রিয়েটিনিনের মাত্রা নিয়ন্ত্রিত । তবে স্নায়ুজাত সমস্যা এখনও রয়েছে বলে জানা যাচ্ছে ।
তবে বেলভিউ সূত্রে খবর, রাতে তাঁর ঘুমও ভাল হয়েছে । রক্তচাপ অনেকটাই নিয়ন্ত্রণে । ৫০ শতাংশ ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়কে। তাতে শ্বাস নিতে সমস্যা হচ্ছে না তাঁর। নতুন করে সৌমিত্রবাবুর জ্বর আসেনি। রক্তপাতও হয়নি। হাসপাতালের বিছানায় রীতিমতো ফাইট করে যাচ্ছেন ‘ফেলুদা’, এমনটাই জানিয়েছেন চিকিৎসক অরিন্দম কর । সারা বাংলা তাঁর আরোগ্য কামনা করছে ।
গত ৬ অক্টোবর থেকে হাসপাতালে ভরতি আছেন ৮৫ বছরের অভিনেতা। একটা সময় তাঁকে বাইপ্যাপ সাপোর্টে দেওয়া হয়েছিল। তারপর অবশ্য তাঁর অবস্থার কিছুটা উন্নতি ঘটে । করোনা রিপোর্টও নেগেটিভ এসেছিল । কিন্তু অবস্থার ফের অবনতি ঘটে গত ২৪ অক্টোবর । করোনা এনসেফ্যালোপ্যাথির সংক্রমণ বেড়েছিল সৌমিত্রের শরীরে । এরপরেই দেশ ও বিদেশের স্নায়ুরোগ বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয় । আগে থেকেই এনসেফালোপ্যাথি এর জটিল সমস্যায় আক্রান্ত ছিলেন পর্দার ‘অপু’ । পাশাপাশি কমেছিল তাঁর প্লেটলেটের সংখ্যা । ইউরিয়া আর সোডিয়ামের মাত্রা বেড়ে গিয়েছিল। ইমিউনোগ্লোবিন এবং স্টেরয়েড দিয়ে একটা সময় পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Soumitra Chatterjee