#কলকাতা: ফাইট..পলু..ফাইট । গোটা বাংলার হৃদয় এটাই এখন সর্বতকরণে বলতে চাইছে । কিন্তু হাসপাতালের বিছানায় তাঁর শরীর ক্রমেই কাজ করা বন্ধ করে দিচ্ছে ।
ফের শারীরিক অবস্থার অবনতি হল প্রবাদপ্রতিম বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের । বেলভিউ হাসপাতাল সূত্রে জানান হয়েছে, গতকাল, ২৪ অক্টোবর থেকে সৌমিত্রবাবুর শারীরিক অবস্থার অবনতি হয়েছে ।
অভিনেতার স্নায়ু প্রায় কাজ করছে না। গত ২৪ ঘণ্টায় করোনা এনসেফ্যালোপ্যাথির সংক্রমণ বেড়েছে । দেশ ও বিদেশের স্নায়ুরোগ বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে । আগে থেকেই এনসেফালোপ্যাথি এর জটিল সমস্যায় আক্রান্ত ছিলেন অভিনেতা ।
সেটা গত কয়েকদিন অনেকটাই নিয়ন্ত্রিত হয়েছিল। কিন্তু গত ২৪ ঘন্টায় তা আবার সংক্রমিত হয়েছে ।
দেশের এবং বিদেশের বিভিন্ন বিশিষ্ট স্নায়ু বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে । চিকিৎসকরা জানিয়েছেন, সৌমিত্রবাবুর চেতনাও কিছুটা কমে গিয়েছে । পাশাপাশি কমেছে তাঁর প্লেটলেটের সংখ্যা । শরীরে বেড়েছে ইউরিয়া আর সোডিয়ামের মাত্রা। ইমিউনোগ্লোবিন এবং স্টেরয়েড দিয়ে একটা সময় পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি।
গত ৬ অক্টোবর থেকে হাসপাতালে ভরতি আছেন ৮৫ বছরের অভিনেতা। একটা সময় তাঁকে বাইপ্যাপ সাপোর্টে দেওয়া হয়েছিল। তারপর অবশ্য তাঁর অবস্থার কিছুটা উন্নতি ঘটে । করোনা রিপোর্টও নেগেটিভ এসেছিল । কিন্তু গতকাল থেকে অবস্থার ফের অবনতি হয়েছে ।