হোম /খবর /বিনোদন /
অভিনেতা জিতের 'পুজোর গানে' চুটিয়ে নাচছেন আবির-রুক্মিনী, দেখুন ভিডিও!

অভিনেতা জিতের 'পুজোর গানে' চুটিয়ে নাচছেন আবির-রুক্মিনী, দেখুন ভিডিও!

সুইৎজারল্যান্ড ছবির ঢাক বাজা কোমর নাচা-গানে একদিকে যেমন দেখা মিলেছে আবির-রুক্মিণীর নতুন জুটি, আবিরের 'ভাসান ডান্স', তেমনই শোনা গিয়েছে জিতের গলাও!

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: পাড়ায় পাড়ায় তৈরি হচ্ছে প্যান্ডেল৷ মনে লেগেছে দোলা৷ করোনার ভয় দূরে সরিয়ে এখন বাঙালি পুরোদমে পুজোর নেশায় মত্ত৷ নিউ নর্মাল পুজো নিয়ে বাড়তি বিধিনিষেধ রয়েছে৷ তবে ভার্চুয়ালি সেই মজা নিতে তো সমস্যার কিছু নেই৷ তাই তো আবির-রুক্মিণী-জিতের পুজোর গান একেবারে সুপারহিট! সুইৎজারল্যান্ড ছবির ঢাক বাজা কোমর নাচা-গানে একদিকে যেমন দেখা মিলেছে আবির-রুক্মিণীর নতুন জুটি, আবিরের 'ভাসান ডান্স', তেমনই শোনা গিয়েছে জিতের গলাও! অর্থাৎ স্যাভির কম্পোজ করা এই গানটি আকৃতি কক্কর, দেব নেগির সঙ্গে গেয়েছেন অভিনেতা জিতও৷

লকডাউনের গেরো কাটিয়ে অবশেষে খুলছে প্রেক্ষাগৃহ৷ এবং একে একে তৈরি হচ্ছেন পরিচালক ও প্রযোজকরা তাঁদের ছবি মুক্তির জন্য৷ খুব স্বাভাবিক, বেশ কিছু বাংলা ছবি মুক্তি পাবে এই পুজোতে৷ বাংলা ছবির মুক্তির জন্য যে দু’ তিনটি নির্দিষ্ট সময় থাকে তার মধ্যে অন্যতম দুর্গা পুজো, পয়লা বৈশাখ ও বড়দিন৷ লকডাউনের ফলে পয়লা বৈশাখে বন্ধ ছিল সব ছবির মুক্তি৷ তাই সেই সব ছবির ডেট পিছিয়ে গিয়ে দাঁড়িয়েছে পুজোতে৷ সেই দৌড়ে আপাতত নেই সুইৎজারল্যান্ড ছবিটি৷ তবে পুজোর আগে মুক্তি পেয়েছে ছবিতে থাকা একটি পুজোর গান৷ একেবারে জমাটি এই গানের ইউএসপির কথা আগেই বলা হয়েছে৷ আপাতত ছবির ট্রলার মুক্তির অপেক্ষায় রয়েছেন দর্শকরা৷

পুজো মানেই ঢাকের তাল আর সেই তালে নেচে ওঠে মন৷ বহু বাংলা ছবিতে তাই ঢাকের তালে নাচের গান পেয়েছে বাঙালি দর্শক৷ এই গানটি সেই তালিকায় নতুন সংযোজন৷ ছবি নাম থেকেই খুব স্পষ্ট যে বাঙালিদের বেড়াতে যাওয়ার যে রীতি রয়েছে, তাকেই উস্কে দেবে সৌভিক কুন্ডু পরিচালিত ও জিত প্রযোজিত এই ছবি৷ আপাতত বেড়ানোর থেকে বিরত রয়েছেন অনেকে৷ তাই ছবির হাত ধরে কিছুটা বিদেশ ভ্রমণ হবে, এমনই আশা রয়েছে৷ তবে গল্পে কী ট্যুইস্ট থাকে, তার বোঝা যাবে ছবির ট্রেলার মুক্তি পেলেই৷ আপাতত ছক ভাঙা আবিরের নাচ, আর জিত-আকৃতি-দেবের গলায় উপভোগ করুন ঢাক বাজা, কোমর নাচা গানটি৷

Published by:Pooja Basu
First published:

Tags: Abir, Jeet