• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • ফের সাত পাকে বাঁধা পড়লেন সোহম, সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করলেন ভিডিও

ফের সাত পাকে বাঁধা পড়লেন সোহম, সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করলেন ভিডিও

Pic: Instagram

Pic: Instagram

কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন সোহম ৷ বিয়ের সেই ভিডিওতে ক্যাপশনে দু’টি লাইন লিখেছেন নায়ক ৷

 • Share this:

  #কলকাতা: সোহম চক্রবর্তী নাকি আবার বিয়ে করছেন ? এর প্রমাণও রয়েছে ৷ সেই ভিডিও নিজেই তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় ৷ বিয়ে তো করলেন নায়ক ৷ কিন্তু প্রার্থী কে ? আর কেউ নন, তিনি শ্রাবন্তী চট্টোপাধ্যায় ৷ শ্রাবন্তীর সঙ্গেই গাঁটছড়া বাঁধছেন সোহম ৷ তবে হ্যাঁ, রিয়েল লাইফে নয়, রিল লাইফে ৷ সামনেই মুক্তি পাবে সোহম-শ্রাবন্তীর পরবর্তী ছবি ‘গুগলি’ ৷ অভিমুন্য মুখোপাধ্যায়ের এই ছবিতে নায়ক-নায়িকা দু’জনেই তোতলা ৷ ছবিতে তাঁদের প্রেম হয় ৷ বিয়ে হয় ৷ ছেলেও হয় ৷ সেই ছেলের নামই গুগলি ৷ এরপর গুগলিকে নিয়েই আবর্তিত হয় তাঁদের জীবন ৷ কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন সোহম ৷ বিয়ের সেই ভিডিওতে ক্যাপশনে দু’টি লাইন লিখেছেন নায়ক ৷ ‘‘ভাগ্যই দু’টো আত্মাকে সারা জীবনের জন্য কাছে এনে দেয় ৷ এনজয় দ্য মেলোডি ৷’’

  First published: