#কলকাতা: আজ পঞ্চমী, পুজো শুরু! পুজো মানেই দেদার মজা, ঠাকুর দেখা, পেটপুজো আর পুজো মানেই পুজোর গান! পুজোর কথা মাথায় রেখেই নতুন গান 'পুজো আসা মানে' রেকর্ড করেছেন বাংলার সুপারডুপার হিট গায়িকা ইমন চক্রবর্তী।
দুদিন হল ইউটিউবে মুক্তি পেয়েছে এই গানটি। ইতিমধ্যেই নজরকাড়া ভিউ, শেয়ার, লাইক! এককথায় ভাইরাল 'পুজো আসা মানে'। শুধু ইমন নয় ! গানটি সমবেত ভাবে গেয়েছেন ইমন, অঙ্কিতা ভট্টাচার্য, তৃষা চট্টোপাধ্যায়, শোভন গঙ্গোপাধ্যায়, পূরব সীল আচার্য এবং আকাশ ভট্টাচার্য।
শুনে নিন গানটি--