#কলকাতা: কবে শুরু হবে টলিপাড়ার শ্যুটিং ! এই প্রশ্ন ঘুরছিল সকলের মুখে। যদিও রাজ্য সরকার থেকে ১ জুন থেকেই শ্যুটিং শুরু করার অনুমতি দেওয়া হয়েছিল। তবে ১ জুন থেকে শ্যুটিং শুরু করা যায়নি। শ্যুটিং শুরু হচ্ছে ১০ জুন থেকে। তবে ৩৫ জনের মধ্যেই রাখতে হবে ইউনিট।
সম্মিলিত করোনা ফান্ড তৈরি হচ্ছে। মৃত্যু হলে ফান্ড থেকে পাওয়া যাবে টাকা। কারও করোনায় মৃত্যু হলে পাওয়া যাবে ২৫ লাখ টাকা। যার ৫০ শতাংশ দেবে চ্যানেল কর্তৃপক্ষ। ৪০ শতাংশ প্রোডিউসার আর ১০ শতাংশ আর্টিস্ট ফোরাম থেকে পাওয়া যাবে। অসুস্থ হলে সরকার থেকে টাকা দেবে।
আপাতত ১০ তারিখে শুরু হচ্ছে সিরিয়ালের শ্যুটিং। আর ১৫ তারিখ থেকে সিরিয়ালের টেলিকাস্ট শুরু হবে। সিনেমার শ্যুটিংও শুরু করার চেষ্টা চলছে ১০ তারিখ থেকে। শ্যুটিং থাকছে কিছু বিধি-নিষেধ। বয়স্কদের কাজ করতে হলে লিখিত জমা দিতে হবে। ১০ বছরের কম বাচ্চাদের শ্যুটিং ফ্লোরে আসার অনুমতি নেই। অর্থাৎ তাদের দিয়ে এখনই কাজ করানো যাবে না। মেক আপ কিট নিজেরা আলাদা আলাদা ব্যবহার করবে। কস্টিউম রোজেরটা বাড়িতে নিয়ে যেতে হবে। আপাতত এই এতগুলো বিধি নিষেধ মেনেই কাজ শুরু হচ্ছে টলিপাড়ায়।
DEBAPRIYA DUTTA MAJUMDAR
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali Movie, Kolkata, Shooting, Tollywood