হোম /খবর /বিনোদন /
শ্বাশত-শ্রাবন্তীর প্রেম পর্দায়! নতুন জুটি নিয়ে উচ্ছ্বাস বাড়ছে দর্শক মনে, দেখু

শ্বাশত-শ্রাবন্তীর প্রেম পর্দায়! নতুন জুটি নিয়ে উচ্ছ্বাস বাড়ছে দর্শক মনে, দেখুন

আগামী ১১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘ছবিয়াল’।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: প্রেম নিয়ে তৈরি অবিশ্বাস, দ্বন্দ্ব, ধোঁয়াশা৷ পাড়াতুতো দাদাকে প্রেমে ধাক্কা খেতে দেখে গভীর ভাবে দুঃখ পায় হাবল৷ এই ঘটনা মনে ছাপ ফেলে তার৷ সারাদিন সেই দাদার এক ক্যামেরা দিয়ে ছবি তোলা তার শখ৷ শ্মশানের ছবি তোলে সে৷ শ্মশানের স্টুডিও ঘরে তার দিন কাটে৷ কখনও বন্ধুরা আসলে চলে আড্ডা৷ আর থাকে মদ৷ কখনও দেশি কখনও বা দামি বিদেশী ব্র্যান্ড৷ প্রেম থেকে শত হাত দূরে থাকা হাবলের জীবনেও আসে প্রেমর হাতছানি৷ লাবণ্যের প্রেমে পড়ে সে৷ তবে কিছুতেই সেই প্রেম স্বীকার করতে চায় না হাবল৷ সকলের থেকে লুকিয়ে রাখতে চায়৷ একা মনে কথা বলে চলে সে৷ তার মতি গতি দেখে বন্ধুরা ভয় পেয়ে যায়৷ নিয়ে যায় ডাক্তারের কাছ৷ কিন্তু ডাক্তার যা বলে, তাতে আরও ভয় পায়  সকলে৷ নেক্রোফিলিয়ায় ভুগছে হাবল, জানায় ডাক্তার৷ তারপর তার চিকিৎসা শুরু হয়৷ চিকিৎসার পর হাবল ফিরে এসে বাঁচাতে চায় নিজের মায়াবী প্রেম৷ এই নিয়ে এগিয়েছে ছবির গল্প৷

আগামী ১১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘ছবিয়াল’। ছবির চমক অবশ্যই নায়ক-নায়িকা। এই প্রথম শাশ্বত চট্টোপাধ্যায় এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায় একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। টলিউড পাবে এক নতুন জুটিকে।

মানস বসুর নির্দেশনায় এই ছবিতে অভিনয় করেছেন শ্বাশত চট্টোপাধ্যায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়৷ ছবির নাম ছবিয়াল৷ ছবির প্রযোজনায় পরমহংস চিত্রম৷ ছবিতে সুর দিয়েছে মেঘ বন্দ্যোপাধ্যায়৷ শ্বাশত ও শ্রাবন্তীর জুটি বেশ নজর কেড়েছে৷ পাশাপাশি ছবির গল্পেও রয়েছে বেশ নতুনত্ব৷ তাই ছবি মুক্তির দিকেই তাকিয়ে দর্শক৷ ছবি মুক্তি পাচ্ছে ১১ ডিসেম্বর৷

Published by:Pooja Basu
First published:

Tags: Chobiyal