#কলকাতা: রূপঙ্কর বাগচী। তাঁর গলায় রয়েছে সুরের রাজ্য। টলিউডের নামকরা গায়কদের কথা মনে করলে প্রথম সারিতেই আসবে রূপঙ্করের নাম। তবে রূপঙ্কর শুধু গায়ক নন। খুব ভাল অভিনেতাও। গান তো ছিলই। তবে নাটক দিয়েই তাঁর কেরিবারের শুরু। রূপঙ্করের একটি মেয়ে ও স্ত্রীকে নিয়ে সুখের সংসার।
তবে শুধু গান নয়। নাটকেও তিনি সেরা। সম্প্রতি ফেসবুকে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে ঘুম থেকে উঠে সকাল সকাল গালি গালাচ করছেন তিনি। বলছেন, লোকে ফেসবুক কেন করে? আমার তো ফোনই নেই। বলে নিজের একটা বেসিক ফোন দেখাচ্ছেন। এই পোস্ট দেখে সকলে চিন্তায় পড়ে যায়। কি হল রূপঙ্করের? কিছুই হয়নি। নাট্য দল কৃষ্টি পটুয়ার সপ্তম জন্মদিন। আর সেই জন্যই এভাবে তিনি নাটকের প্রচার করছেন সোশ্যাল মিডিয়ায়। ফেব্রুয়ারি ২১ তারিখ জ্ঞান মঞ্চ-এ সন্ধে সারে ৬টায় আছে তাদের নাটক। সেই নাটকেরই প্রচার করলেন রূপঙ্কর।