#কলকাতা: জোরকদমে চলছে ‘বিদ্রোহিনী’র প্রচার ৷ এই ছবিতে পুলিশের ভূমিকায় অভিনয় করতে চলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ৷ রিল লাইফে যতই তিনি ডাকাবুকো পুলিশ অফিসার হন না কেন, দুঁদে পুলিশ হলে দুধ সাদা শার্ট পরে পুরুষ হৃদয়ে ঝড় তোলা যায় না? যায় যে তা তো দেখিয়েই দিলেন ‘টলি-ক্যুইন’ ৷ এমনিতে নায়িকাকে খুব একটা খোলামেলা পোশাকে দেখা যায় না ৷ শাড়ি বা সালোয়ার কামিজেই বেশি স্বচ্ছন্দ্য তিনি ৷ তবে হট অ্যান্ড সেক্সি লুকও ক্যারি করতে ভালই জানেন নায়িকা ৷ কিছুদিন আগেই আকাশী নীল অ্যানিম্যাল প্রিন্টেড মনোকিনিতে স্যুইমিং পুলে নেমেছিলেন তিনি ৷ মনোকিনির উপর ছিল স্বচ্ছ শ্রাগ ৷ তার রংও হালকা নীল ৷ ছবির ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘রিফ্রেশড ইন ব্লুস ৷’ সত্যিই সতেজ হওয়ার মতোই ছিল সেই ছবি ৷ এবার সাদা শার্টে হট পোজ দিলেন নায়িকা ৷ বুকের কয়েকটি বোতাম খোলা ৷ তবে শার্টের সঙ্গে প্যান্ট পরেননি ঋতুপর্ণা ৷ সেই ছবি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷
View this post on InstagramBe bold, Be yourself! . . . #Bold #Gorgeous #BeYourself #Rituparna #POTD #instapic #Instagasm
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Rituparna Sengupta, White shirt