হোম /খবর /বিনোদন /
হাতে লাল পলা, মুখে লেগে রয়েছে সাবানের ফেনা! ২০ বছর আগের ছবি পোস্ট করলেন ঋতুপর্ণা

হাতে লাল পলা ! চোখে মুখে লেগে রয়েছে সাবানের ফেনা ! ২০ বছর আগের ছবি পোস্ট করলেন ঋতুপর্ণা !

photo source Instagram

photo source Instagram

তাঁর এই ছবি দেখে ফ্যানেরা বললেন, একই রকম আছেন তিনি।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: সারা দেশে এখন চলছে ২১ দিনের লকডাউন। করোনা ভাইরাসের মোকাবিলাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় সরকার। এই সময় মানুষকে গৃহবন্দি করে রাখা হচ্ছে। শুধু সাধারণ মানুষ নয় গৃহে বন্দি হয়ে রয়েছেন সেলেবরাও। ঘরে থেকে তাঁরা করছেন নানা রকম কাজ। তাঁরা সাধারণ মানুষকে সুস্থ্য থাকার বার্তাও দিচ্ছেন। আবার কেউ কেউ গাইছেন গান, করছেন নাচ বা ঘরের কাজ। এবার এই তালিকায় নাম লেখালেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

নায়িকা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করলেন। ২০ বছর আগের ছবি পোস্ট করলেন তিনি। লিখলেন ২০ বছর আগের এবং পরের ছবি। ২০ বছর আগের ছবিটিতে ঋতুর মুখে সাবানের ফেনা লেগে থাকতে দেখা গেল । হাতে লাল পলা। তবে তাঁর এই ছবি দেখে ফ্যানেরা বললেন, একই রকম আছেন তিনি। কেউ কেউ বললেন স্নানের ছবিতে ভাল লাগছে তাঁকে। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

View this post on Instagram

20 years before and after! . . #NoMakeUpLook #natural #PastnPresent #TimeTravel #Nostalgia

A post shared by Rituparna Sengupta (@rituparnaspeaks) on

Published by:Piya Banerjee
First published:

Tags: Instagram, Rituparna Sengupta, Tollywood