SREEPARNA DASGUPTA
#কলকাতা: নিজেকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে যে চলতে হবে তা খুব ভাল করে জানেন ঋতুপর্ণা সেনগুপ্ত। আর তাই নিজে সোশ্যাল প্লাটফর্মে আরও আ্যকটিভ থাকার জন্য এবারে নিজের একটি চ্যানেল খুললেন অভিনেত্রী। এখানে অনেক কিছু নতুন ও ইন্টারেষ্টিং জিনিস থাকবে বলে জানা গিয়েছে।ঋতুপর্ণা জানান "এখন আমাদের সব কিছুই একধাপ এগিয়ে ভাবতে হবে।সবাই আজকাল ইউটিউবে চ্যানেল এর মাধ্যমে অনেক কিছুই করছেন। সেখানে আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল যদি নিজের একটা ইউটিউব চ্যানেল করতে পারি তাহলে কেমন হয়। সেই ভাবনা থেকে আমার এই নতুন প্রয়াস। " 'ঋতুপর্ণা সেনগুপ্ত' নামে এই ইউটিউব চ্যানেলে ঠিক কী কী পরিবেশন করবেন ঋতুপর্ণা... "এখানে আমি সব কিছুই দেখানোর কথা ভেবে রেখেছি যেমন নাচ, গান আবৃত্তি, বিভিন্ন বিষয়ে আলোচনা.... সমাজের বিশিষ্ট ব্যাক্তিত্বরাও এখানে থাকবেন তাঁদের নানা অভিজ্ঞতা শেয়ার করার জন্য।কোনও বিশেষ বিষয় নিয়েও আলোচনা হতে পারে। আমি নিজেও আমার অনুরাগীদের সঙ্গে ইন্টারআ্যক্ট করব এর মাধ্যমে।" তবে শুধু বাংলা নয়, ইংরেজি এবং হিন্দি কনটেন্টও পাওয়া যাবে এই চ্যানেলে। পয়লা বৈশাখেই এই চ্যানেলের শুভ সূচনা করেন ঋতুপর্ণা সেনগুপ্ত।