Home /News /entertainment /
কেক কেটে বিশেষভাবে সক্ষম শিশুদের সঙ্গে নিজের জন্মদিন সেলিব্রেট করলেন ঋতুপর্ণা  

কেক কেটে বিশেষভাবে সক্ষম শিশুদের সঙ্গে নিজের জন্মদিন সেলিব্রেট করলেন ঋতুপর্ণা  

এ বছর আর নিজের প্রিয় শহরে নয় । কলকাতার থেকে অনেক দূরে সিঙ্গাপুরে রয়েছেন অভিনেত্রী । ভার্চুয়ালি সেখান থেকেই শিশুদের সঙ্গে বার্থ ডে কেক কাটলেন ঋতু ।

  • Share this:

SREEPARNA DASGUPTA

#সিঙ্গাপুর: এতগুলো বছরে এই প্রথম। নিজের শহর ছেড়ে সিঙ্গাপুরেই নিজের জন্মদিন সেলিব্রেট করলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। আগেই জন্মদিনের নানা ভিডিও এসেছিল সামনে। কখনও শাড়িতে, কখনও আবার একদম সিম্পল পোশাকেই বাড়ির ড্রয়ইং রুমে কেক কাটছেন ঋতুপর্ণা। এই চেনা জন্মদিনের বাইরেও আলাদা একটা স্পিরিচুয়াল দিক রয়েছে অভিনেত্রীর, যা হয়তো খুব একটা প্রকাশ পায় না। নিজের জন্মদিনে সিঙ্গাপুরের রামকৃষ্ণ মিশনেও অনেকটা সময় কাটালেন ঋতু।

শুধু তাই নয়, 'প্রয়াসের' বিশেষভাবে সক্ষম শিশুদের সঙ্গে অনলাইনেই কেক কাটেন ঋতুপর্ণা। ঋতু জানান, "নিজের শহর থেকে অনেক দূরে অনেকদিন হয়ে গেল। কিন্তু সিঙ্গাপুরে বসেও যে আমি কলকাতার এই শিশুদের সঙ্গে নিজের জন্মদিনের আনন্দ ভাগ করে নিতে পারলাম, সেটাই অনেক।"

Published by:Simli Raha
First published:

Tags: Rituparna Sengupta

পরবর্তী খবর