Arunima Dey
#কলকাতা: টলিউডের তাবড় তাবড় অভিনেতা, অভিনেত্রী, পরিচালকরা একই মঞ্চে । দেখা করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরের সঙ্গে । সোমবার সন্ধেয় শহরের একটি পাঁচ তারা হোটেলে এনএফডিসি (National film development corporation )-র আয়োজনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল । আর সেখানেই উপস্থিত থাকতে দেখা গেল টলিটাউনের জনপ্রিয় তারকাদের ।
এই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রকাশ জাভড়েকর, ঋতুপর্ণা সেনগুপ্ত, মমতা শঙ্কর, উস্তাদ রশিদ খান এবং বর্ষিযান অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় । অনুষ্ঠান মঞ্চ থেকে এ দিন সত্যজিৎ রায় নামাঙ্কিত একটি পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী । টলিউড ইন্ডাস্ট্রির অভাব-অনুযোগ নিয়ে বক্তব্য রাখেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ।
এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবীর চট্টোপাধ্যায়, পাওলি দাম, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, ঋষি কৌশিক, হিরণ, অরিন্দম ভট্টাচার্য্য, তনুশ্রী, অরিন্দম শীল, নিশপাল সিং রানে, চূর্ণি গঙ্গোপাধ্যায়, অঞ্জনা বসু, লামা, মহেন্দ্র সোনি, ইন্দ্রদীপ দাশগুপ্ত, রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল, জয় বন্দ্যোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, পার্নো মিত্র, অশোক ধনুকা-সহ আরও অনেকে ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শঙ্কুদেব পন্ডাও । রাজ্যে বিধানসভা ভোটের ঠিক আগে যখন টলিউডের বিভিন্ন শিবিরে রাজনীতির রং ধরছে, সে সময় এ দিনের অনুষ্ঠানে এক ঝাঁক তারকার উপস্থিতি জল্পনা উস্কে দিয়েছে বিভিন্ন মহলে ।