হোম /খবর /বিনোদন /
গোলাপ হাতে ভিডিও পোস্ট করে জীবনের বার্তা দিলেন ঋতাভরী ! দেখুন ভিডিও

গোলাপ হাতে ভিডিও পোস্ট করে জীবনের বার্তা দিলেন ঋতাভরী ! দেখুন ভিডিও

photo source Instagram

photo source Instagram

বলিটাউনে অনুরাগ কাশ্যপ থেকে ক্যাটরিনা কাইফ, কলকি কোচলিন সকলেই তাঁর খুব ভাল বন্ধু।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: ঋতাভরী চক্রবর্তী। টলিউডের মিষ্টি অভিনেত্রীদের মধ্যে একজন। 'ওগো বধু সুন্দরী' সিরিয়ালে তাঁকে প্রথম অভিনয় করতে দেখা গিয়েছিল। তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছিল দর্শক। টলিউডে ছবি করার পাশাপাশি ঋতাভরী বলিউডেও কাজ করা শুরু করেন। বলিটাউনে অনুরাগ কাশ্যপ থেকে ক্যাটরিনা কাইফ, কলকি কোচলিন সকলেই তাঁর খুব ভাল বন্ধু।

কয়েকদিন আগেই জন্মদিন ছিল তাঁর। নিজের জন্মদিন ফাইভস্টারে কয়েকজন বন্ধুকে নিয়ে সেলিব্রেট করেন তিনি। এর পর বাড়িতেও মা দিদি ও কাছের আত্মীয়দের নিয়ে কেক কেটে সেলিব্রেট করেন তিনি। লকডাউনে আপাতত  করোনা ভাইরাসের জন্য কলকাতাতেই বাড়িতে বন্দি অভিনেত্রী।

 
View this post on Instagram
 

Wont find a rose without thorns! Just how life is - there are the pretty stuff and there are the stuff that stings

A post shared by Ritabhari Chakraborty (@ritabhari_chakraborty) on

n: justify;">ঋতাভরী ইনস্টাগ্রামেও বেশ অ্যাক্টিভ। মাঝে মধ্যেই ছবি, ভিডিও পোস্ট করেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তিনি একটি মিষ্টি ভিডিও পোস্ট করেছেন। হাতে গোলাপ নিয়ে ভিডিওটি করেছেন তিনি। পোস্ট করে অভিনেত্রী লিখলেন, "কাঁটা ছাড়া কি গোলাপ হয় ! জীবনও তো এমন, ভাল জিনিসের সঙ্গে খারাপটাও তো থাকবে।" তাঁর এই ভিডিও শেয়ার হতেই ফ্যানেরা প্রশংসা শুরু করেছেন।
Published by:Piya Banerjee
First published:

Tags: Bollywood, Ritabhari Chakraborty, Tollywood