#কলকাতা: দেশে প্রতিদিন বেড়ে চলেছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। সংক্রমণ বেড়েই চলেছে। এখনও সঠিক চিকিৎসা যেমন খুঁজে পাওয়া যায়নি, তেমনই টিকা নিয়েও চলছে নানা গবেষণা। কবে সব পরিস্থিতি আবার আগের মতো হবে জানা নেই কারও। দিনের পর দিন ঘরে বন্দি সকলে। নিজেদের প্রিয়জনদের কাছেও যেতে পারছে না মানুষ। নিশ্বাসে ছড়াচ্ছে এই ভাইরাস। শরীরে ইমিউনিটি কম থাকলে প্রাণ সংশয়ের ভয়ও থেকেই যাচ্ছে এই ভাইরাস থেকে।
তবে করোনা ভাইরাসের সঙ্গে সামনের সারিতে দাঁড়িয়ে যুদ্ধ করছেন আমাদের দেশের ডাক্তার, নার্স ও স্বাস্থকর্মীরা। তাঁরা দিনের পর দিন নিজেদের পরিবার থেকে দূরে থেকে করে চলেছেন মানুষের সেবা। প্রাণে বাঁচানোর লড়াইতে তাঁরাই সব থেকে বড় যোদ্ধা। তাঁরা নিজেরাও চিকিৎসা করাতে করাতে আক্রান্ত হয়ে পড়ছেন এই ভাইরাসে। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যা চোখে জল এনেছে সকলের।
পেশায় ডাক্তার ভদ্রলোক। করোনা রোগীদের চিকিৎসা করছেন তিনি। থাকতে হচ্ছে পরিবার থেকে দূরে। ওই ডাক্তারের একটি বছর দু'য়েকের বাচ্চা রয়েছে। বহুদিন পর তিনি ফিরেছেন বাড়িতে। দরজা খুলেই বাবাকে দেখে ছুঁটে আসে বাচ্চাটি। দৌড়ে যায় সে বাবাকে ধরতে। কিন্তু ছেলেকে বকা দেন বাবা। বারন করেন তাঁর কাছে আসতে। ছেলেকে কাছে আসতে বারণ করেই মাটিতে বসে, হাউ হাউ করে কেঁদে ফেললেন তিনি। এই ভিডিও দেখে কান্না আটকাতে পারছেন না কেউই।
এই ভিডিওটি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। তিনি লিখেছেন,' এই ডক্টর বাবা করোনা রোগীর চিকিৎসা করছেন। বাড়ি ফিরে নিজের বাচ্চাকেও জড়িয়ে ধরতে পারছেন না তিনি। আমার কান্না পাচ্ছে। করোনা দয়াকরে চলে যাও। এই সব ছবি, ঘটনা আর সহ্য করা যাচ্ছে না। " ঋতাভরীর এই পোস্টটিও মুহূর্তে ভাইরাল হয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।