#কলকাতা: সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্টের ফাঁদে পরিচালক রাজ চক্রবর্তী! একটি ডেটিং অ্যাপে মেলে পরিচালকের ভেরিফায়েড ফেক অ্যাকাউন্ট, যেখান থেকে মহিলাদের পাঠানো হয় উলটো পালটা, অশালীন মেসেজ! বিষয়টি নজরে আসতেই সবাইকে সতর্ক করে ফেসবুকে আপডেট দেন রাজ, পোস্ট করেন ভুয়ো অ্যাকাউন্ট থেকে কথোপকথনের স্ক্রিনশট-ও।
Tantan নামের একটি ডেটিং অ্যাপে মেলে রাজের নামে এই ভুয়ো প্রোফাইল! সবাইকে সতর্ক ও সচেতন করতে রাজ ফেসবুকে লেখেন, '' Tantan নামক একটি ডেটিং অ্যাপ এ আমার একটি verified fake প্রোফাইল পাওয়া গেছে। ওটা আমি নই, এরকম অনেক প্রোফাইল ও আছে চারিপাশে। আমার পক্ষে যতটুকু সম্ভব আপনাদের সচেতন করার চেষ্টা করি।''
কিছুদিন আগে ভুয়ো অ্যাকাউন্টের ফাঁদে পড়েন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাঁর নামে ফেক অ্যাকাউন্ট তৈরি করে বিভিন্ন ইভেন্টের জন্য টাকা চাওয়া হচ্ছিল। বিষয়টি নজরে আসতেই সোশ্যাল মিডিয়ায় তা সকলকে জানিয়ে পোস্ট করেন শ্রাবন্তী।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Raj Chakrabaorty