#কলকাতা: আবারও বড় পর্দায় সাহিত্য।এবারে রবি ঠাকুরের 'দুই বোন' সাহিত্য অবলম্বনে নতুন ছবি 'মায়ামৃগয়া' পরিচালনা করতে চলেছেন শুভ্রজিৎ মিত্র। ইতিমধ্যেই পুরো দমে শুরু হয়ে গেছে ছবির প্রি-প্রোডাকশনের কাজ।দুই বোনের চরিত্রে দেখা যাবে অর্পিতা পাল ও ঋতাভরী চক্রবর্তীকে। বড় বোন শর্মিলার চরিত্রে অর্পিতা এবং ছোট বোন উর্মিমালার চরিত্রে ঋতাভরী। অন্যদিকে শশাঙ্কর চরিত্রের জন্য ইন্দ্রনীল সেনগুপ্তকে বেছে নিয়েছেন পরিচালক। ছবির একটি খুবই গুরুত্ত্বপূর্ণ চরিত্র 'রোকেয়া'র ভূমিকায় থাকছেন দিতিপ্রিয়া রায়।
পিরিয়ড ফিল্ম হওয়ার কারণে এই ছবির আর্ট ডিরেকশনের জন্য ইন্দ্রনীল ঘোষের ওপরেই ভরসা শুভ্রজিতের।ছবির সঙ্গীত করছেন বিক্রম ঘোষ। সিনেমাটোগ্রাফিতে থাকছেন তিয়াসা সেন। ওয়ার্কশপের জন্য সোহাগ সেনের ওপরেই দায়িত্ত্ব দিয়েছেন পরিচালক৷
ইতিমধ্যেই ছবির ফার্স্ট লুক পোস্টার সামনে এসেছে৷ শ্যুটিং লোকেশনের জন্য আলমোড়া, শান্তিনিকেতন, ও মুর্শিদাবাদকেই বেছে নিয়েছেন বলে জানান পরিচালক।সব ঠিক থাকলে এই বছরের শেষেই শুরু হবে ছবির শ্যুটিং।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Rabindranath Tagore