#কলকাতা: সারা দেশে এখন করোনা ভাইরাসের আতঙ্ক। প্রতিদিন বেড়েই চলেছে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা। লকডাউন করেও খুব একটা সুরাহা হয়নি। তবে লকডাউন কিছু ক্ষেত্রে হালকা করা হয়েছে। যেমন শ্যুটিংয়ের ক্ষেত্রে দেওয়া হয়েছে ছাড়। কাজ হারাচ্ছিলেন অনেক মানুষ। অর্থনৈতিক বিপর্যয় আটকাতেই এই ছাড় দেওয়া হয়েছে কিছি ক্ষেত্রে। তবে শ্যুটিংয়ের ক্ষেত্রে মানতে হবে সবরকম সর্তকতা।
কাজে যোগ দিলেন পরিচালক রাজ চক্রবর্তী। তিনি করোনার সব রকম সর্তকতা মেনেই শ্যুটিংয়ে ফিরলেন। তবে আতঙ্ক পিছু ছাড়ছে না। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন টলিউডের অভিনেত্রী কোয়েল মল্লিক। ও তাঁর পরিবার। অভিনেতা রঞ্জিত মল্লিকও করোনা আক্রান্ত। এই অবস্থায় শ্যুটিংয়ে গেলে ভয় তো লাগবেই।
View this post on InstagramHave to return to work with full protection. There's no other alternative. Rest is on God.
রাজ চক্রবর্তী তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। সেখানে তিনি মুখে মাস্ক পরে রয়েছেন। এই ছবি পোস্ট করে তিনি লেখেন, " সব রকম সর্তকতা মেনেই কাজে যোগ দিচ্ছি। আর কোনও বিকল্পও নেই। বাকিটা ভগবানের ওপর।" করোনা আতঙ্ক থেকেই এমন পোস্ট করেছেন তিনি। তবে কাজও তো করতে হবেই।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Raaj chakraborty, Tollywood