#কলকাতা: টলিউডের অভিনেত্রী পূজা বন্দ্যাপাধ্যায়কে নিশ্চয় চেনেন ? হিন্দি সিরিয়ালেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। 'চ্যালেঞ্জ ২', 'লাভেরিয়া'র মতো বেশ কিছু বাংলা ছবিতে জিৎ, দেব ও সোহমের বিপরীতে অভিনয় করেছেন তিনি। মুম্বইতেই বেশির ভাগ কাজ করেন এই অভিনেত্রী। তবে এখন সারা দেশে চলছে লকডাউন। করোনা মোকাবিলার জন্য মানুষকে গৃহবন্দি করে রাখা হয়েছে। আর ঠিক এই কারণেই বিয়ে আটকে গেল নায়িকার।
নায়িকার দীর্ঘদিনের বন্ধু কুণাল বর্মার সঙ্গে এপ্রিলের ১৫ তারিখ বিয়ের কথা ছিল। কিন্তু করোনার জন্য আপাতত বিয়ে করছেন না তাঁরা। তবে ১৫ তারিখ বিয়ের অনুষ্ঠান না হলেও রেজিস্ট্রি করে রাখতে চান তাঁরা। তবে যদি করোনা পরিস্থিতি আরও খারাপ দিকে এগোয় তাহলে তাঁরা হয়তো সেটাও করতে পারবেন না। বিয়ে না হলেও সাগাই বা আর্শিবাদ পর্ব কিন্তু ২০১৭তেই সেরে ফেলেছিলেন অভিনেত্রী । সে কথা তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে সকলকে জানিয়েও ছিলেন। আপাতত করোনা ভেস্তে দিল এই অভিনেত্রীর বিয়ে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Marriage, Puja Banerjee