হোম /খবর /বিনোদন /
২০২০ আর কতটা নিষ্ঠুর হবে তুমি? ‘ভগবানের হাত’ মারাদোনাকেও টেনে নিল,

২০২০ আর কতটা নিষ্ঠুর হবে তুমি? ‘ভগবানের হাত’ মারাদোনাকেও টেনে নিল, কিংবদন্তীর মৃত্যুতে শোকস্তব্ধ প্রসেনজিৎ

যদিও সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন অভিযুক্ত চিকিৎসক৷ তাঁর পাল্টা দাবি, মারাদোনাকে সুস্থ করে তুলতে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছেন তিনি৷ তদন্তে সবরকম সাহায্য করতেও তিনি তৈরি বলে দাবি করেছেন ওই চিকিৎসক৷

যদিও সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন অভিযুক্ত চিকিৎসক৷ তাঁর পাল্টা দাবি, মারাদোনাকে সুস্থ করে তুলতে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছেন তিনি৷ তদন্তে সবরকম সাহায্য করতেও তিনি তৈরি বলে দাবি করেছেন ওই চিকিৎসক৷

আর কতটা নিষ্ঠুর হবে 2020, শোকপ্রকাশ প্রসেনজিতের..

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: একের পর এক কিংবদন্তীর প্রয়াণ৷ ২০২০ সালে হারানোর তালিকা ক্রমশই লম্বা হচ্ছে ৷ ফুটবলের রাজপুত্র আর নেই ৷ চির নিদ্রায় ফুটবলের ম্যাজিসিয়ান ৷ একটা খবর স্তব্ধ করে দিল গোটা দুনিয়াকে ৷ সেলেব্রিটি থেকে সাধারণ মানুষ, আদপে ফুটবল প্রেমীদের জন্য বরাবরের কালো দিনে পরিণত হল ২৫ নভেম্বর ২০২০ ৷

৬০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ফুটবল রাজপুত্র৷ ২ সপ্তাহ আগেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন৷ আজ স্থানীয় সময় সকাল সাতটার সময় বুকে ব্যথা অনুভব করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখানেই তাঁর মৃত্যু হয়৷ কিংবদন্তীর মৃত্যুতে একের পর এক শোকবার্তায় উপছে পড়ছে ট্যুইটার ৷ যে বাঙালি মারাদোনা দেখেই আর্জেন্তিনাকে চিনেছে আজ তাঁর মৃত্যু সংবাদে নিজের প্রিয়জন হারানোর ব্যথায় ব্যথিত সকলে ৷

প্রিয় তারকার প্রয়াণে শোকস্তব্ধ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও৷ ট্যুইটারে লেখেন, ‘ক্রমশ আরও নিষ্ঠুর হচ্ছে ২০২০ ৷ এবার ভগবানের হাত টেনে নিল মহান আর্জেন্তিনিয়ান তারকা গ্রেট দিয়োগো মারাদোনাকেও৷ গোটা বিশ্বের ফুটবল সম্প্রদায়ের কাছে এ ক্ষতি অপূরণীয় ৷ ভগবান যেন তাঁর পরিবারকে শক্তি দেয় ৷ তাঁর আত্মার শান্তি কামনা করি ৷ মারাদোনা আমরা তোমার অভাব অনুভব করব ৷’

Published by:Elina Datta
First published:

Tags: Diego Maradona