#কলকাতা: করোনার জন্য বন্ধ সিনেমা হল। প্রায় তিন মাস পর কাজ শুরু হয়েছে টলি পাড়ায়। সিনেমার শ্যুটিং সেভাবে শুরু হয়নি। তাছাড়া কবে হলে সিনেমা দেখানো হবে তাও এখন অজানা। কিন্তু এই সময়টা চুপ করে বসে থাকলে শিল্পীদের চলবে কেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ও প্রযোজিত ছবি, 'নিরন্তর' মুক্তি পেতে চলেছে টেলিভিশনে।
এই প্রথমবার সিনেমা হলে নয় টিভিতে রিলিজ করছে তাঁর ছবি। জনপ্রিয় বাংলা টেলিভিশনটিতে দেখা যাবে এই ছবি। জুনের ২৮ তারিখ মুক্তি পাবে তাঁর ছবি। এ প্রসঙ্গে প্রসেনজিৎ জানিয়েছেন, "প্রথমবার টিভিতে আমার ছবি মুক্তি পাচ্ছে। সব থেকে বেশি দর্শকের কাছে পৌঁছনোর জন্য এর থেকে ভাল মাধ্যম আর হয় না।" করোনা আবহের জন্যই এভাবে মুক্তি পাবে 'নিরন্তর'। ঘরে বসেই এখন দেখা যাবে তাঁর নতুন ছবি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Nirantar, Prosenjit Chatterjee, Tollywood