corona virus btn
corona virus btn
Loading

একসঙ্গে ১৭ বছর! পুরনো অ্যালবাম থেকে ছবি পোস্ট, বিবাহবার্ষিকীতে 'বুম্বাদাকে' শুভেচ্ছা অর্পিতার, দেখুন...

একসঙ্গে ১৭ বছর! পুরনো অ্যালবাম থেকে ছবি পোস্ট, বিবাহবার্ষিকীতে 'বুম্বাদাকে' শুভেচ্ছা অর্পিতার, দেখুন...

পুরনো সেই স্মৃতিকে টাটকা করতেই পুরনো অ্যালবামের কিছু ছবি পোস্ট করলেন অর্পিতা চট্টোপাধ্যায়৷ শুভেচ্ছা জানালেন তার প্রিয় মানুষকে৷

  • Share this:

#কলকাতা: একসঙ্গে পথ চলা শুরু হয় ১৭ বছর আগে৷ প্রসেনজিতের সঙ্গে ঘর বাঁধেন অর্পিতা পাল৷ দেখতে দেখতে পার করে ফেললেন এতগুলো বছর৷ ১ ডিসেম্বর তাদের বিবাহবার্ষিকী৷ স্বামীকে শুভেচ্ছা জানালেন অর্পিতা৷ কাজের ব্যস্ততায় স্বামী অনেক সময় থাকেন বাড়ির বাইরে৷ কর্মসূত্রে অর্পিতাকেও বাইরে থাকতে হয় বেশিরভাগ সময়৷ তবে তাতে সম্পর্কে কোনও ছেদ পড়েনি৷ উল্টে এই দূরত্বেই বেড়েছে একে অপরের প্রতি টান৷ যার ভরে এতগুলো দিন আনন্দে কাটিয়ে দিলেন এক যুগেরও বেশি সময়৷ পুরনো সেই স্মৃতিকে টাটকা করতেই পুরনো অ্যালবামের কিছু ছবি পোস্ট করলেন অর্পিতা চট্টোপাধ্যায়৷ শুভেচ্ছা জানালেন তার প্রিয় মানুষকে৷

২০০২ সালে বিয়ে হয় প্রসেনজিৎ ও অর্পিতার৷ এর আগে দু’বার বিবাহবিচ্ছেদ হয় প্রসেনজিতের৷ খুব স্বাভাবিক পাত্র হিসেবে প্রসেনজিতকে ভালভাবে মেনে নেননি অর্পিতার বাড়ির লোক৷ কিন্তু সব বাধা অতিক্রম করে প্রসেনজিতের সঙ্গে ঘর বাঁধেন অর্পিতা৷ বুম্বাদা তখন স্টার, তুলনায় অনেকটাই নতুন ছিলেন তিনি৷ বিয়ের পর অনেকদিন ইন্ডাস্ট্রি থেকে সরে গিয়েছিলেন অর্পিতা চট্টোপাধ্যায়৷ একেবারে পাক্কা গৃহিনীর মত ঘর সংসার সামলেছেন অনেকদিন৷ ছেলে তৃষাণজিত বড় হওয়ার পর ধীরেধীরে ফের কাজে ফেরেন অর্পিতা৷ এভাবেই আপনাদের দাম্পত্য জীবন কাটুক সুখে, রইল শুভেচ্ছা৷

আরও পড়ুন বিয়ে হল জুন-সৌরভের, মায়ের বিয়েতে দারুণ খুশি ছেলে-মেয়ে, করলেন অতিথি আপ্যায়ণ! রইল ছবি...

First published: December 1, 2019, 12:42 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर