• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • রাজের গলায় শ্যাম্পেন ঢালার আগে শুভশ্রীও বোঝেননি এমন বিপত্তি ঘটবে ! দেখুন ভিডিও

রাজের গলায় শ্যাম্পেন ঢালার আগে শুভশ্রীও বোঝেননি এমন বিপত্তি ঘটবে ! দেখুন ভিডিও

Photo : Instagram

Photo : Instagram

 • Share this:

  #কলকাতা: গত ১৩ মে ৷ সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাওয়ালি রাজবাড়িতে চার হাত এক হয়েছিল রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ৷ টলিউডের মেগা বিয়ে কথা বলে কথা ৷ বাংলা ছবির ভক্তদের চোখ ছিল তাঁদের দিকেই ৷ গোধূলি লগ্নে ছিল টলিউডের লাভ বার্ডসের বিয়ে ৷ সে এক এলাহি আয়োজনের সাক্ষী ছিল গোটা টলিউড ৷

  মহা ধুমধাম করে বিয়ে করলেন রাজ ও শুভশ্রী ৷ তাঁদের সমস্ত খবর জানার জন্য সব সময় সোশ্যাল মিডিয়ায় চোখ রেখেছিলেন ভক্তরা ৷ সেই উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো ৷ এরপর তাঁদের সুখী দাম্পত্য জীবনের ছবিও টুকটাক সোশ্যাল মিডিয়ায় এসেছে ৷ যা দেখে আপ্লুত হয়েছেন ভক্তকুল ৷ আজ ২৯ বছরে পা দিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ৷ বিয়ের পর এটাই প্রথম জন্মদিন নায়িকা ৷

  গঙ্গোপাধ্যায় বাড়ির ছোট মেয়েটা ছোট থেকেই আদরের ৷ বাবা-মায়ের নয়নের মণি ৷ এখন তিনি চক্রবর্তী বাড়ির বউমা ৷ তাতে কী জন্মদিন সেলিব্রেশনে যাতে কোনও ভাটা না পড়ে সেদিকে কড়া নজর ৷ এই তো ভক্তদের উৎসাহেই জন্মদিনের দুদিন আগে শুরু হয়ে গিয়েছিল প্রি-বার্থডে সেলিব্রেশন ৷ সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তায় নায়িকাকে ভাসিয়ে দিচ্ছেন সকলে ৷ প্রি-বার্থড সেলিব্রেশনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে ৷ যদিও সেলেব কাপল নিজেরা সেই ভিডিওটি পোস্ট করেননি ৷ ওই ভিডিওতে দেখা যাচ্ছে, কেক কাটার পর শ্যাম্পেনের বোতল খুলে অভিনেত্রীর জন্মদিনের সেলিব্রেশন চলছিল ৷

  #subhashree #subhashreeganguly #happybirthday #birthday #happybirthdaysubhashree

  A post shared by Subhashree Gangully Tollywood (@subhashree_ganguly_bongdiva) on

  নায়িকা নিজে হাতে শ্যাম্পেনের বোতল থেকে সবাইকে শ্যাম্পেন পরিবেশন করছিলেন ৷ একটা সময় রাজকেও আদর করে শ্যাম্পেন খাওয়াতে যান শুভশ্রী ৷ সে সময় স্ত্রীয়ের ছবি এবং ভিডিও তুলতেই ব্যস্ত ছিলেন পরিচালক মহাশয় ৷ কিন্তু বৌয়ের আবদার বলে কথা ৷ শ্যাম্পেনের বোতলে চুমুক দিতেই বিপত্তি ৷ সহ্য করতে পারেননি রাজ ৷ এরপর রাজও শুভশ্রীকে পানীয়টি নিতে সাহায্য করেন ৷

  First published: