#কলকাতা: মডেল সনিকা সিং চৌহানেরর মৃত্যু মামলায় অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দিল আলিপুর আদালত । বিক্রমের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগে চার্জ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে । ৩০৪-এর পার্ট ২-তে চার্জ গঠন হবে । তবে সনিকার পরিবারের অভিযোগ এ দিন খারিজ করে দেয় আদালত । খুনের অভিযোগে চার্জ গঠনের আর্জি জানিয়েছিল সনিকার পরিবার । সেই আবেদন খারিজ করে দেন ষষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক ।
২০১৭ সালে একটি ভয়াবহ গাড়ি দূর্ঘটনায় মৃত্যু হয়েছিল সনিকার । ২৯ এপ্রিল ভোর রাতে রাসবিহারীর কাছে প্রচণ্ড গতিতে রাস্তার বাঁক ঘুরতে গিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা খায় গাড়িটি । বিক্রমই গাড়িটি চালাচ্ছিলেন । ঘটনাস্থলেই মৃত্যু হয় সনিকার । পরে নানা তথ্য উঠে আসে । মদ্যপ অবস্থায় বিক্রম গাড়ি চালাচ্ছিলেন কিনা, সিট বেল্ট বেঁধেছিলেন কিনা... এমন নানা প্রশ্ন উঠে আসে । ঘটানর প্রায় ২ মাস পর গ্রেফতার করা হয়। বিক্রমকে । যদিও তিনি জামিন পেয়ে যান । এরপর অবশেষে সাড়ে তিন বছর পর অভিনেতার বিরুদ্ধে চার্জ শিট গঠন করা হল ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।