#কলকাতা: টলিউড অভিনেত্রী পায়েল সরকার। বেশ কয়েকদিন ধরেই তেমন কোনও ছবি করতে দেখা যাচ্ছে না তাঁকে। তবে এই অভিনেত্রীর অভিনয় দক্ষতায় মুগ্ধ টলিউড। দেব, সোহম, যিশু সেনগুপ্তর মতো অভিনেতাদের সঙ্গে চুটিয়ে কাজ করেছেন তিনি। রাজ চক্রবর্তী থেকে শুরু করে সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।
পায়েল তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে বেশ অ্যাক্টিভ। সম্প্রতি তিনি তাঁর ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছেন। কালো শাড়িতে মোহময়ী হয়ে উঠেছেন পায়েল। এই ছবি পোস্ট করে তিনি লিখলেন, "কালোতে আমাকে সব সময় ভাল লাগে। তোমরা কি বলো বন্ধুরা?" তাঁর এই পোস্টে কমেন্ট করেছেন তাঁর ফ্যানেরা। ফ্যানেরা লিখেছেন, "শুধু কালো নয়, সব পোশাকেই তুমি সুন্দরী।"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Actress, Payel Sarkar, Tollywood