#কলকাতা: পরমব্রত চট্টোপাধ্যায়। টলিউড তথা বলিউডের স্টার তিনি। সম্প্রতি বলিউডের অনুষ্কা শর্মা প্রযোজিত ছবি 'বুলবুল'-এও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। এর আগেও 'কাহানি', 'পরি'র মতো বলিউডি ছবিতে অভিনয় করেছেন তিনি। 'বুলবুল' ছবিতে পরম ছাড়াও বাংলার পাওলি দাম, রাহুল বোসের মতো অভিনেতারাও রয়েছেন। পরম এই ছবিতে একজন ডাক্তারের চরিত্রে অভিনয় করেছেন। তাঁর চরিত্র এই ছবিতে যথেষ্ট গুরুত্বপুর্ন। নেটফ্লিক্স-এ মুক্তি পেয়েছে বুলবুল। যা সকলের প্রশংসাও পেয়েছে। এতো গেল বলিউডি পরমের কথা।
টলিউডে পরম কিন্তু শুধু একজন অভিনেতা নন, তিনি একজন পরিচালকও। 'জিও কাকা' তাঁর পরিচালিত প্রথম ছবি। অভিনয়ে বাংলায় তিনি তো জনপ্রিয়ই। তবে সোশ্যাল মিডিয়াতেও কিন্তু পরম বেশ অ্যাক্টিভ। কয়েক দিন আগে তিনি একটি ছবি পোস্ট করেছেন তাঁর ইনস্টাগ্রামে, যা এখন রীতিমতো ভাইরাল।
পরমব্রত পরিচালক ঋত্বিক ঘটকের নাতি। এছাড়া তাঁর বাবা সতীনাথ চট্টোপাধ্যায় ও মা সুনেত্রা ঘটক সিনেমা সমালোচক হিসেবে জনপ্রিয় ছিলেন। পরম তাঁর ছোট বেলার , ১৯৯৭ সালের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে তিনি শার্ট, প্যান্ট পরে পোজ দিয়ে দাঁড়িয়ে ছবি তুলছেন। সঙ্গে তাঁর ভাই বোন এবং বন্ধু বান্ধবরাও রয়েছেন। এই ছবি পোস্ট করে পরম লেখেন, "দেখ তো চিনতে পারো কিনা..." যদিও ছবি দেখেই সকলে পরমকে চিনে ফেলেছেন। এক ভক্ত লিখেছেন, আমার ছোট বেলা থেকেই ভাল লাগতো তোমাকে। আবার এক ভক্ত লিখেছেন, "দাদা তুমি যেখানে যে ভাবেই থাকো না কেন? আমি তোমাকে ঠিক চিনে ফেলবো।" যদিও পরম কোনও রিপ্লাই দেননি। তবে কয়েকদিন আগেই নিজেদের পুরনো ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সঙ্গে ছিলেন গায়ক অনুপম রায়। সৃজিত ও অনুপম যখন বেঙ্গালুরুতে থাকতেন সেই সময়কার ছবি শেয়ার করেছিলেন। যা ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবার সেই পথে হেঁটেই ছবি পোস্ট করলেন পরমব্রত চট্টোপাধ্যায় !
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Instagram, Parambrata Chatterjee, Tollywood