#কলকাতা: অবশেষে মিটল ভুল বোঝাবুঝি ৷ কাছাকাছি এলেন পরব্রত-রাইমা ৷ আগের গানের দৃশ্যে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাঁরা ৷ এবার মিটল মান অভিমানের পালা ৷ সৌজন্যে ‘দ্বিতীয় পুরুষ’ ৷ সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির দ্বিতীয় গানটি ৷ প্রথমে ‘যে ক’টা দিন তুমি ছিলে পাশে’-র রিপ্রাইজ ভার্সন মন কেড়েছে দর্শকদের ৷ এবার প্রকাশ্যে এল নতুন গান ‘আবার ফিরে এলে’ ৷ আর এই গানে চুটিয়ে রোম্যান্স করছেন পরমব্রত আর রাইমা ৷ গৌরব-ঋদ্ধিমার সম্পর্কের রসায়নও ফুটে উঠেছে অনুপম রায়ের গাওয়া এই গানে ৷ সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘দ্বিতীয় পুরুষ’ মুক্তি পাবে ২৩ জানুয়ারি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Abar Phire Ele, Dwitiyo Purush, Parambrata Chatterjee, Raima Sen