#কলকাতা: ভিডিও সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে টলিপাড়ায় ৷ একটা রহস্য তৈরি হয়েছে ৷ একটা টান টান ভাব ৷ এমন ভাবই তৈরি হয়েছে পরিচালক মুরারী রক্ষিতের ছবি 'রিইউনিয়ন'-এর টিজার রিলিজের পর থেকেই ৷ আজই মুক্তি পেয়েছে ‘রিইউনিয়ন’ছবির টিজার ৷
রিইউনিয়ন'-এর হাত ধরেই হল টলিউডের বহু প্রতীক্ষিত রিইউনিয়ন। মানে, বেশ লম্বা একটা গ্যাপের পর, আবার একসঙ্গে অনস্ক্রিনে ফিরছেন সুপারহিট জুটি-- পরম-রাইমা।
ফেলে আসা সোনালি দিন...হারিয়ে যাওয়া এক মানুষ...ফিরে দেখা সেই অতীত...আর জলজ্যান্ত একটা মানুষের হঠাৎ করে ভ্যানিশ হয়ে যাওয়া ৷ রহস্যের পর রহস্য ৷ মোড়কের পর মোড়ক ৷ এমনই গল্পের বাঁধুনি নিয়ে ছবি বানিয়েছেন মুরারী রক্ষিত ৷
বন্ধুত্বকে কেন্দ্র করেই পরিচালক মুরারী রক্ষিতের ছবি 'রিইউনিয়ন'। কয়েকজন বন্ধুর সম্পর্ক, সম্পর্কের টানাপোড়েন নিয়েই ছবির চিত্রনাট্য। রয়েছে বন্ধুত্বের নানা রূপ, বিভিন্ন সময়ে বদলে যাওয়া বন্ধুত্বের সংজ্ঞা। রয়েছে নানান গিঁট, যা সময়ের সঙ্গে সঙ্গে, ছবির পরতে পরতে খুলতে থাকে। শহরের বিভিন্ন প্রান্তে চুটিয়ে চলেছে শুটিং।
ছবিতে রাইমাকে দুটো ভিন্ন বয়সে দেখা যাবে। পরম, রাইমার পাশাপাশি রয়েছেন সব্যসাচী চক্রবর্তী, সায়নী ঘোষ, ইন্দ্রাশীষ, সৌরভ, অনিন্দিতা ও সমদর্শী। মিউজিক করছেন জয় সরকার। ছবির বিষয়ের মতোই রিউইনিয়ন হয়েছে শিলাজিৎ, রূপম এবং রূপঙ্কেরের ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali Movie, Parambrata Chatterjee, Raima Sen, Reunion