#কলকাতা: আজ খুশির ইদ। তবে এবারের ইদ একেবারেই অন্যরকম। খুশির ইদে রয়েছে নানান বিধিনিষেধ, স্বাস্থ্যবিধির লক্ষণরেখা। সব কিছুই অবশ্য করোনা ভাইরাসের জন্যই। সর্তকতা মেনেই পালন হচ্ছে ইদ। রবিবার রাতে আকাশে চাঁদ দেখার পর থেকেই শুরু হয়ে গিয়েছে খুশির আমেজ। তবে প্রতিবারের মতো নয় এবারের ইদের ছবি। কোথাও নেই মানুষের ভিড়। সামাজিক দূরত্ব মেনেই পালিত হচ্ছে ইদ।
তৃণমূল সাংসদ ও টলিউড অভিনেত্রী নুসরতও আজ ইদ পালন করলেন সামাজিক দূরত্ব মেনেই। নুসরত তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে সকলকে জানালেন ইদের শুভেচ্ছা। তিনি বলেন, " আজকে খুশির ইদ। ইদ ততটা মোবারাখ না হলেও, বাংলার সকল ভাই বোনেদের জানাই অনেক শুভেচ্ছা। আজকের ইদের নামাজে আমরা সকলে মিলে দোয়া করেছি, যাতে বাংলা আবার নিজের প্রাণ ফিরে পায়। বাংলার মানুষ আবার সুস্থ হয়ে উঠুক। আবার হাসুক। আল্লার রেহেম হবেই। আমরা খুব তাড়াতাড়ি এই খারাপ সময় কাটিয়ে উঠব। সবাই মিলে আমরা এক সঙ্গে লড়াই করব।" আজকের দিনে দূরে থেকেই সকলকে পালন করতে হচ্ছে ইদ।
View this post on Instagram
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।