• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • হাসপাতালে ভর্তি হওয়ার আগে স্বামীকে নিয়ে এই পোস্টটিই করেছিলেন নুসরত জাহান

হাসপাতালে ভর্তি হওয়ার আগে স্বামীকে নিয়ে এই পোস্টটিই করেছিলেন নুসরত জাহান

 • Share this:

  #কলকাতা: সপ্তাহের প্রথম দিন সাতসকালে খবরটা ছিল খুবই আকস্মিক ৷ হঠাৎই সোনা গেল গুরুতর অসুস্থ অভিনেত্রী সাংসদ নুসরত জাহান ৷ সুস্থ, স্বাভাবিক নুসরতের কী হল হঠাৎ ৷ বেশ ভালই তো ছিলেন নায়িকা ৷ হঠাৎই খবর আসে গতকাল গভীর রাতে প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয় নুসরতের ৷ রাতেই তাঁকে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ ICU-তে রাখা হয় তাঁকে ৷ নুসরতের পরিবারের তরফে দাবি করা হয়, ওষুধের ওভারডোজেই অসুস্থ হয়ে পড়েছেন নুসরত ৷ তবে এই নিয়ে কানাঘুষা নানারকম কথা উঠতে শুরু করে ৷ কী এমন ওষুধ যাঁর ওভারডোজে এতটা অসুস্থ হয়ে পড়লেন তিনি? কী করেই বা এত বেশি ওষুধ খেয়ে ফেললেন? তার উপর গতকাল ছিল স্বামী নিখিলের জন্মদিন ৷ হাবির বার্থ ডে জমিয়ে সেলিব্রেট করেছেন নুসরত ৷ বন্ধুবান্ধবের সঙ্গে পার্টিও করেছেন ফাটিয়ে ৷ আবার সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করতেও ভোলেননি ৷ সঙ্গে স্বামী নিখিলের উদ্দেশ্যে লিখেছেন মন জয় করা ক্যাপশনও ৷ লিখেছেন, হ্যাপি বার্থ ডে হ্যাপিলিসিয়াস লিখিল জৈন...আমার পৃথিবী তোমার থেকেই শুরু, তোমার কাছেই শেষ...৷ মাত্র ২৪ ঘণ্টা আগেই নিখিলের সঙ্গে ছবি শেয়ার করে এই কথা লিখেছিলেন তিনি ৷

  View this post on Instagram

  Happy bday hubbilicious.. @nikhiljain09 My world starts and ends with u...

  A post shared by Nusrat (@nusratchirps) on

  First published: