corona virus btn
corona virus btn
Loading

কুচকুচে কালো হয়ে গেল নুসরতের ঠোঁট! এমন অবস্থা কী করে হল অভিনেত্রীর?

কুচকুচে কালো হয়ে গেল নুসরতের ঠোঁট! এমন অবস্থা কী করে হল অভিনেত্রীর?

মিড-নাইট ব্ল্যাকে ধরা দিলেন সুন্দরী । আপাদমস্তক কালো রঙে ঢেকে ফেললেন নিজেকে ।

  • Share this:

#কলকাতা: টলিউডের প্রথম সারির নায়িকা তিনি । আবার বিপুল ভোটে জয়ী রাজ্যের সাংসদও বটে । গত লোকসভা ভোটে তৃণমূলের টিকিটে বসিরহাট কেন্দ্র থেকে জয়লাভ করেছেন নুসরত । সোশ্যাল মিডিয়ায় বরাবরই খুব অ্যাক্টিভ নুসরত জাহান ।

ফোটোশ্যুট থেকে টিকটক ভিডিও-সবটাই নিজের ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন তিনি । শেষবার তাঁকে পর্দায় দেখা গিয়েছে ‘অসুর’-এ । সামনেই মুক্তি পাবে মিমি-নুসরত-যশের ‘এসওএস কলকাতা’ নামের একটি ছবি । এই লকডাউন আর করোনা আবহেও সেই ছবির শ্যুটিং চলছে জোরকদমে । পাশাপাশি, এখন করোনা পরিস্থিতিতে বেশিরভাগ সময়ই ঘরবন্দি থাকায় পরিবারের সঙ্গে বেশি সময় কাটানোর সুযোগ পাচ্ছেন নায়িকা । তাই চুটিয়ে চলছে ফোটোশ্যুটও ।

সম্প্রতি একটু অন্যরকম ফোটোশ্যুটে মজলেন নুসরত । মিড-নাইট ব্ল্যাকে ধরা দিলেন সুন্দরী । আপাদমস্তক কালো । পোশাক থেকে শুরু করে লিপস্টিক, চোখের মেকআপ...সবেতেই উজ্জ্বল কালোর ছোঁয়া । প্রথা ভেঙে একেবারে কুচকুচে কালো লিপস্টিক পরলেন নায়িকা । পরপর ছবি পোস্ট করলেন । পোস্ট করলেন একটি ভিডিও-ও ।

আর সে পোস্টে নুসরতের ক্যাপশন, ‘‘স্টাইল আবছা হয়, কিন্তু ফ্যশন চিরাচরিত ।’’

Published by: Simli Raha
First published: September 11, 2020, 2:14 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर