• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • কুচকুচে কালো হয়ে গেল নুসরতের ঠোঁট! এমন অবস্থা কী করে হল অভিনেত্রীর?

কুচকুচে কালো হয়ে গেল নুসরতের ঠোঁট! এমন অবস্থা কী করে হল অভিনেত্রীর?

মিড-নাইট ব্ল্যাকে ধরা দিলেন সুন্দরী । আপাদমস্তক কালো রঙে ঢেকে ফেললেন নিজেকে ।

মিড-নাইট ব্ল্যাকে ধরা দিলেন সুন্দরী । আপাদমস্তক কালো রঙে ঢেকে ফেললেন নিজেকে ।

মিড-নাইট ব্ল্যাকে ধরা দিলেন সুন্দরী । আপাদমস্তক কালো রঙে ঢেকে ফেললেন নিজেকে ।

 • Share this:

  #কলকাতা: টলিউডের প্রথম সারির নায়িকা তিনি । আবার বিপুল ভোটে জয়ী রাজ্যের সাংসদও বটে । গত লোকসভা ভোটে তৃণমূলের টিকিটে বসিরহাট কেন্দ্র থেকে জয়লাভ করেছেন নুসরত । সোশ্যাল মিডিয়ায় বরাবরই খুব অ্যাক্টিভ নুসরত জাহান ।

  ফোটোশ্যুট থেকে টিকটক ভিডিও-সবটাই নিজের ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন তিনি । শেষবার তাঁকে পর্দায় দেখা গিয়েছে ‘অসুর’-এ । সামনেই মুক্তি পাবে মিমি-নুসরত-যশের ‘এসওএস কলকাতা’ নামের একটি ছবি । এই লকডাউন আর করোনা আবহেও সেই ছবির শ্যুটিং চলছে জোরকদমে । পাশাপাশি, এখন করোনা পরিস্থিতিতে বেশিরভাগ সময়ই ঘরবন্দি থাকায় পরিবারের সঙ্গে বেশি সময় কাটানোর সুযোগ পাচ্ছেন নায়িকা । তাই চুটিয়ে চলছে ফোটোশ্যুটও ।

  সম্প্রতি একটু অন্যরকম ফোটোশ্যুটে মজলেন নুসরত । মিড-নাইট ব্ল্যাকে ধরা দিলেন সুন্দরী । আপাদমস্তক কালো । পোশাক থেকে শুরু করে লিপস্টিক, চোখের মেকআপ...সবেতেই উজ্জ্বল কালোর ছোঁয়া । প্রথা ভেঙে একেবারে কুচকুচে কালো লিপস্টিক পরলেন নায়িকা । পরপর ছবি পোস্ট করলেন । পোস্ট করলেন একটি ভিডিও-ও ।

  আর সে পোস্টে নুসরতের ক্যাপশন, ‘‘স্টাইল আবছা হয়, কিন্তু ফ্যশন চিরাচরিত ।’’

  Published by:Simli Raha
  First published: