হোম /খবর /বিনোদন /
নিজে থেকেই বদলে যাচ্ছে নুসরতের ঠোঁটের রং, দেখুন ভিডিও

নিজে থেকেই বদলে যাচ্ছে নুসরতের ঠোঁটের রং, দেখুন ভিডিও

Pic: Instagram

Pic: Instagram

কখনও লাল, কখনও গোলাপি, কখনও ন্যুড...বারবার বদলে গেল ঠোঁটের রং ৷

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: রাজনীতিতে নেমে এ কী হল অভিনেত্রী নুসরত জাহানের ? ভিডিওতে দেখা যাচ্ছে নুসরতের ঠোঁটের রং বদলে যাচ্ছে দ্রুত!টলি পাড়ার প্রথম সারির নায়িকা নুসরত সদ্যই রাজনীতিতে পা দিয়েছেন ৷ তৃণমূলের টিকিটে বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী তিনি ৷ সারাদিন তাই এখন কাটছে চূড়ান্ত ব্যস্ততায় ৷ প্রচণ্ড গরমেও তাই ছুটে বেড়াতে হচ্ছে সারাদিন ৷ প্রচারের কাজে এখন খুবই ব্যস্ত সুন্দরী এই নায়িকা ৷ কখনও জনসভা, কখনও বক্তৃতা, কখনও মানুষের বিপদে-আপদে ঝাঁপিয়ে পড়া, সবটাই করছেন তিনি ৷কিন্তু এত কাজের ফাঁকেও একটি রিল্যাক্স করার দরকার হয় বৈকি ৷ সেটাই করতে গিয়ে বারবার ঠোঁটের রং বদলালেন নায়িকা ৷ আসলে মোবাইলে একটি অ্যাপ ব্যবহার করে এমন মজার কান্ড ঘটিয়েছেন তিনি ৷ কখনও লাল, কখনও গোলাপি, কখনও ন্যুড...বারবার বদলে গেল ঠোঁটের রং ৷

    View this post on Instagram

    Hmmm smart filter..!! No need to buy lipsticks huh..!!

    A post shared by Nusrat (@nusratchirps) on

    First published:

    Tags: Lipstick, Nusrat Jahan