#কলকাতা: দেখতে দেখতে কেটে গেল গোটা একটা বছর । সেই দিনটা যেন আজও স্বপ্নের মতো মনে হয় । এমন বিলাসবহুল, অতি-চর্চিত বিয়ে খুব কমই দেখেছে টলিউড । তাও আবার শহরে নয়, এমনকি দেশেও নয় । সুদূর তুরষ্কের বোদরুমে বসেছিল সেই অভিজাত বিবাহবাসর । নায়িকা-সাংসদ নুসরত জাহান আর শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী নিখিল জৈনের চার হাত এক হয়েছিল আজকের দিনেই । বছর পেরিয়ে গিয়েছে । সেই সময়ের পরিস্থিতি আর আজকের পারিপার্শ্বিক অবস্থার হয়তো অনেক তফাৎ । কিন্তু একে অপরের সঙ্গে মিশে থাকাটা আজও একইরকম আছে । তাই প্রথম বিবাহবার্ষিকীর দিনে প্রেমের জোয়ারে ভাসলেন দুই লভ বার্ডস । দু’জনেই দু’জনকে শুভেচ্ছা জানালেন হৃদয় ছুঁয়ে যাওয়া শব্দবন্ধে ।
নিখিল লিখলেন, ‘‘এত ঘটনার জন্য একটা বছর সময় খুব কম মনে হয়। সারা জীবন তোমার সঙ্গে, তোমার জন্য, তোমাকে নিয়ে এরকম অনেক ঘটনার সাক্ষী হতে চাই । হ্যাপি লভ অ্যানিভার্সারি ।’’ আবার অন্য একটি ছবি পোস্ট করে নিখিলের বক্তব্য, ‘‘তোমার হাসি আমায় উত্তেজিত করে তোলে। দুঃখিত, আমি অন্য কিছু তোমায় নিয়ে ভাবতেই পারি না। তোমার হাসি মানে আমার কাছে গোটা পৃথিবী ।’’
View this post on InstagramWe love u all... this video got us emotional..!! Lots of love
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।