#কলকাতা:হঠাৎ কী হল নুসরত-নিখিলের? বিয়ের বছর ঘুরে গিয়েছে । দম্পতির মধ্যে মাখোমাখো প্রেম এখনও আগের মতোই সতেজ রয়েছে । কিন্তু সাম্প্রতিক ভিডিওটি দেখলে ভক্তদের চোখ কপালে উঠতে বাধ্য ।
টলিউড নায়িকা-সাংসদ নুসরত জাহানের সঙ্গে বছর দুয়েক আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কলকাতার প্রতিষ্ঠিত বস্ত্র ব্যবসায়ী নিখিল জৈন । পেশার পাশাপাশি সংসারও ভালই সামলাচ্ছেন নুসরত । রোম্যান্সে ভরপুর এই সেলেব দম্পতি যেন একে অপরকে চোখে হারান । কিন্তু সম্প্রতি নিখিলকে দেখা গেল নুসরতের দিকে ফ্রাইং প্যান হাতে নিয়ে ছুটে আসতে । তাঁকে হুমকিও দিতে শোনা যায় ।
আসলে ঘটনাটা তেমন গুরুতর নয় । নুসরত জাহানের ফ্যান পেজ থেকে একটি মজার ভিডিও পোস্ট করা হয়েছে। আর সেখানে দু’জনেই মজার ছলে গোটা বিষয়টি অভিনয় করেছেন । দেখা গিয়েছে, নুসরতের দরজার সামনে ফ্রাইং প্যান নিয়ে দাঁড়িয়ে নিখিল তাঁকে ঘর থেকে বেরতে বলছেন । এমনকি সবকিছুর একটা সীমা থাকে, এমন কথাও বলতে শোনা গিয়েছে তাঁকে । কিন্তু সে মুহূর্তে নুসরত দরজা খুলে বাইরে এলেন, তখনই নিখিলের অবস্থা হল দেখার মতো । ‘তুম যো আয়ে জিন্দেগী মে’ গানটি গাইতে শুরু করেন নিখিল। আর এই মিষ্টি ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায় ।