#কলকাতা: শেষ হল রাজকীয় বিয়ের পর্ব । শ্বশুরবাড়ি পাড়ি দিয়েছেন নায়িকা । নতুন বৌমা’র আলতা রাঙা পায়ের ছাপ পড়েছে শ্বশুরবাড়ির চৌকাঠে । আর নতুন বাড়িতে গিয়েই সকলের নয়নের মণি হয়ে উঠেছেন মিসেস ভট্টাচার্য্য । নায়িকাকে আদর-আপ্যায়ণের কোনও ত্রুটি রাখছেন না শ্বশুর-শাশুড়ি । তাঁদের একমাত্র ছেলে নীল ওরফে জিতু । আর তাঁর নববিবাহিত স্ত্রী তৃণা.... এখন তাঁরাই শ্বশুরবাড়ির সমস্ত আকর্ষণের মধ্যমণি ।
তবে এ সবের মধ্যেও বাদ যাচ্ছে না নিয়মিত সিরিয়াল দেখা । সময় মতো পরিবারের সকলের সঙ্গে টিভির পর্দায় চোখ রাখছেন নায়ক-নায়িকাও । দু’জনেই ধারাবাহিকের জনপ্রিয় হিরো-হিরোইন । নীল রয়েছেন ‘কৃষ্ণকলি’তে নিখিলের চরিত্রে । আর তৃণা এখন ‘খড়কুটো’র গুনগুন । সম্প্রতি একটি ভিডিও-তে দেখা যাচ্ছে, শ্বশুরবাড়ির সকলের সঙ্গে বসে নিজের সিরিয়াল ‘খড়কুটো’ দেখছেন তৃণা । টিভির পর্দায় এক ঝলক দেখাও গেল সিরিয়ালের সেই দৃশ্য । সেই ভিডিও পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ।
View this post on Instagram
১১ বছরের অপেক্ষার পর অবশেষে পরিণতি পেয়েছে নীল-তৃণার সম্পর্ক। অগ্নিসাক্ষী করে সাত পাকে বাঁধা পড়েছেন টলিউড অভিনেতা নীল ভট্টাচার্য এবং অভিনেত্রী তৃণা সাহা। ৪ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার একটি ক্লাবে বসেছিল জমকালো বিয়ের আসর। হৈচৈ, নাচাগানা, কব্জি ডুবিয়ে খাওয়া, চোখ ধাঁধানো সাজ, ডেকরেশন, মুখ্যমন্ত্রীর উপস্থিতি, টাকা ওড়ানো, বিনোদনের রসদ....কোনওটাই কম ছিল না । চলতি মরশুমে একটা বিয়ে দেখল বটে কলকাতা ।