এই বছর পুজো একেবারেই অন্য রকম। সোমবার কলকাতা হাই কোর্ট নির্দেশ দেয় সব পুজো মণ্ডপকেই নো এন্ট্রি জোন করে দিতে হবে। অগত্যা সামান্য প্ল্যান থাকলেও সেটা নিয়ে এবারে ভাবনা চিন্তা করা বন্ধ করাই ভালো।
তবে বাড়িতে বসে যেটুকু পুজোর আনন্দ নেওয়া যায় তাতেই লাভ।এই বছর একটি ছবি ও একটি পুজোর গান নিয়ে হাজির শ্রী ভেঙ্কাটেশ ফিল্মস প্রোডাকশন হাউস। আমরা জানি ড্রাকুলা স্যার মুক্তি পাচ্ছে আগামি ২১ তারিখ এর পাশাপাশি জিৎ গাঙ্গুলিও নিয়ে এলেন নতুন পুজোর গান। গানের নাম 'বল দুগ্গা মাইকি'।
গানটি গেয়েছেন নাকাশ আজিজ ও নিকিতা গান্ধি।এই গানটির মিউজিক ভিডিও আপনাকে কিছু মুহূর্তের জন্যে হলেও পুজো পুরোপুরি উপভোগ না করতে পারার দুঃখ থেকে বিরত রাখবেই।সেই ভিডিও রইল আপনাদের জন্য।
SREEPARNA DASGUPTAনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Durga-puja-video-2020