হোম /খবর /বিনোদন /
ফের পর্দায় সাহিত্যিক, অবনীন্দ্রনাথ ঠাকুরের ‘ক্ষীরের পুতুল’ আসছে ছোট পর্দায়

ফের পর্দায় সাহিত্যিক, অবনীন্দ্রনাথ ঠাকুরের ‘ক্ষীরের পুতুল’ আসছে ছোট পর্দায়

দেখা মিলেছে ‘ক্ষীরের পুতুল’-এর অন্যতম চরিত্র বাঁদরের ৷ বাঁদরটি থ্রি-ডি অ্যানিমেশনে তৈরি করা হয়েছে ৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ থেকে শুরু করে শরৎচন্দ্র, বিভূতিভূষণ কিছুই বাদ যায়নি বাংলার ছোট পর্দায় ৷ এবার বাঙালির ড্রয়িংরুমে আসতে চলেছেন অবন ঠাকুর ৷ সৌজন্যে তাঁর বিখ্যাত রচনা ‘ক্ষীরের পুতুল’ ৷জি বাংলায় আসতে চলেছে ‘ক্ষীরের পুতুল’ ৷ এই ধারাবাহিকের হাত ধরে অনেকদিন পর পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী সুদীপ্তা রায় ৷ এর আগে ‘চোখের বালি’তে আশালতার চরিত্রে দেখা গিয়েছিল সুদীপ্তাকে ৷ আরও কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি ৷ তবে এবার বেশ কয়েক বছর পর পর্দায় ফিরলেন সুদীপ্তা ৷‘ক্ষীরের পুতুল’-এ তাঁকে দেখা যাচ্ছে দুয়োরাণির চরিত্রে ৷ মহারাজা বা সুয়োরাণির মুখ এখনও দেখা যায়নি ৷ তবে দেখা মিলেছে ‘ক্ষীরের পুতুল’-এর অন্যতম চরিত্র বাঁদরের ৷ বাঁদরটি থ্রি-ডি অ্যানিমেশনে তৈরি করা হয়েছে ৷ তবে এখনও সিরিয়ালের টাইম স্লট ঘোষণা করা হয়নি ৷

Published by:Simli Raha
First published:

Tags: Khirer Putul