Home /News /entertainment /
'২২শে শ্রাবণ'-এর সিক্যুয়েল বানাচ্ছেন সৃজিত ! সামনে এল পোস্টার

'২২শে শ্রাবণ'-এর সিক্যুয়েল বানাচ্ছেন সৃজিত ! সামনে এল পোস্টার

photo source collected

photo source collected

আগের ছবির কিছু চরিত্রদের নতুন ছবিতেও দেখা যাবে। থাকছেন পরমব্রত চট্টোপাধ্যায়, রাইমা সেন।

 • Share this:

  #কলকাতা: সৃজিত মুখোপাধ্যায়ের ছবি '২২শে শ্রাবণ'-এর জনপ্রিয়তার কথা আর বলার অপেক্ষা রাখে না। সেখানে পরমব্রত ও রাইমা সেনের মধ্যে একটা মিষ্টি প্রেম দেখানো হয়েছিল। আবির ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ভূমিকাও ছিল বেশ অন্য রকম। এই ছবি হওয়ার পর কেটে গিয়েছে অনেকগুলো বছর। কেমন আছে তাঁরা এখন। করছেনটা কি তাঁরা? সেই খবর জানতেই আসছে এইছবির সিক্যুয়েল। নাম ঠিক হয়েছে 'দ্বিতীয় পুরুষ'। আগের ছবির কিছু চরিত্রদের নতুন ছবিতেও দেখা যাবে। থাকছেন পরমব্রত চট্টোপাধ্যায়, রাইমা সেন। তবে পরিচালক জানালেন, অন্যান্য চরিত্রের বাছাই এখনও সম্পূর্ণ হয়নি।

  photo source Instagram photo source Instagram

  ২২ শে শ্রাবণ কবি গুরুর মৃত্যু দিনের দিন সোশ্যাল মিডিয়ায় সৃজিত একটি ছবি পোস্ট করেন সেখানে লেখেন, '২২ শে শ্রাবণের পরে..." এর পর এই ছবির পোস্টার সামনে আসে। তাতেই দেখা যাচ্ছে ২০২০র জানুয়ারি মাসে মুক্তি পাবে এই ছবি। আজই সেরা পরিচালকের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি।

  photo source facebook photo source facebook

  First published:

  Tags: 22 se sraban, Movie poster, Srijit Mukherjee

  পরবর্তী খবর