Home /News /entertainment /
সর্বত্র নিয়ম ভেঙে এগিয়ে যাবেন মহিলারা! নারী দিবসে বিশেষ বার্তার ছবি 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'

সর্বত্র নিয়ম ভেঙে এগিয়ে যাবেন মহিলারা! নারী দিবসে বিশেষ বার্তার ছবি 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'

এই ছবি এমন মেয়েদের সাহস জোগাবে যারা সমাজে সেই কাজগুলো করে থাকেন যা প্রথামাফিক মেয়েদের করার কথা নয়। যেমন পৌরোহিত্য।

  • Share this:

#কলকাতা: মহিলা পুরোহিত? সেটা কী সম্ভব নাকি? কেন হবেনা, আলবাত হবে। আর সেটাই এবারে করে দেখালেন শিবপ্রসাদ ও নন্দিতা। তাদের প্রযোজনায় আগামী ছবি 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'৷ এই ছবি বলবে এক মহিলা পুরোহিতের গল্প। যে সমাজের সব প্রতিকূলতাকে ছাপিয়ে হয়ে ওঠে এক উদাহরণ। সোমবার শহরে মুক্তি পেল ছবির ট্রেইলার। সেখানে হাজির ছিলেন ছবির প্রধান দুই অভিনেতা ঋতাভরী ও সোহম। ঋতাভরীর কথায় "এই ছবিতে একটা দারুন বার্তা আছে। এই ছবি এমন মেয়েদের সাহস জোগাবে যারা সমাজে সেই কাজগুলো করে থাকেন যা প্রথামাফিক মেয়েদের করার কথা নয়। যেমন পৌরোহিত্য। শুধু উচ্চবর্ণের ব্রাহ্মণ ছাড়া আর কেউ পুজো করতে পারবেনা, এমনই ছিল নিয়ম৷ সেখানে মেয়েরা এই কাজে এগিয়ে আসা তো নিঃসন্দেহে বড় পদক্ষেপ৷ "

বাংলা ছবিতে প্রথমবার সোহম মজুমদার। এর আগে সোহম কাজ করেছেন বলিউডে 'কবির সিং' ছবিতে। তবে এই ছবি মুখ্য চরিত্র হিসেবে সোহমের প্রথম ছবি। স্বাবাবিক ভাবেই বেশ আপ্লুত সোহম। ছবি পরিচালনা করেছেন অরিত্র মুখোপাধ্যায়। এটি অরিত্র'র প্রথম ছবি৷ এদিন অনুষ্ঠানে সোহম, ঋতাভরী ছাড়াও হাজির ছিলেন মানসী সিনহা, সোমা চক্রবর্তী, শুভাশীষ মুখোপাধ্যায় এবং অম্বরীষ। প্রতি বছর আন্তর্জাতিক মহিলা দিবসে নারীশক্তির ওপর নির্দারিত ছবি পরিবেশন করার বিষয়ে বদ্ধ পরিকর শিবপ্রসাদ ও নন্দিতা। আগের বছর ওই সময়ই মুক্তি পেয়েছিল 'মুখার্জীদের বৌ'৷ এই বছর ৬মার্চ মুক্তি পাবে 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি।'

Sreeparna Dasgupta

Published by:Pooja Basu
First published:

Tags: Bengali Film, Tollywood

পরবর্তী খবর