Home /News /entertainment /
পুরনো বন্ধুত্বের হাতছানি, 'আবার বছর কুড়ি পরে' উস্কে দেবে নস্টালজিয়া...

পুরনো বন্ধুত্বের হাতছানি, 'আবার বছর কুড়ি পরে' উস্কে দেবে নস্টালজিয়া...

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: কতদিন দেখা হয়নি পুরনো স্কুলের বন্ধুদের সঙ্গে? কেমন লাগে তাদের কথা ভেবে? পুরনো বন্ধুর ফোন এলে গল্প করতে করতে কীভাবে যে সময় কেটে যায় বোঝাই যায় না৷ আর সেই বন্ধুর সঙ্গে যদি সাক্ষাৎ হয়, তাহলে তো কথাই নেই! সোনায় সোহাগা৷

তবে কর্মব্যস্ততার মধ্যে সেই বন্ধুরাই যেন কোথায় হারিয়ে যাচ্ছে৷ ক্ষীণ হচ্ছে সবার সঙ্গে যোগাযোগ৷ এমনই কিছু বন্ধু একত্রিত হচ্ছেন বছর কুড়ি পরে৷ সেখানেই নস্টালজিয়ায় ভাসবেন তারা সকলে৷

ইমোশনাল একটি গল্প ফুটে উঠবে ছবিতে৷ ছবিটি পরিচালনা করেছেন শ্রীমন্ত সেনগুপ্ত৷ প্রযোজনায় পিএসএস এন্টারটেনমেন্ট এন্ড প্রোমেদ ফিল্মস৷ ছবিতে সুর দিয়েছেন রণজয় ভট্টাচার্য৷

অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, সুমন্ত মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য প্রমুখ৷ স্কুল জীবন সবাই একসঙ্গে বড় হয় ওঠে৷ তারপর এক এক বন্ধুর জীবন কাটে এক এক রকমভাবে৷

সেই সব দূরত্ব কাটিয়ে আবার ২০ বছর পর তাদের দেখা হয়৷ এই সব বন্ধুদের বেড়ে ওঠা নয়ের দশকের সব স্মৃতি উস্কে দেবে এই সাক্ষাৎ৷ তবে এর মধ্যেও তৈরি হবে কিছু জটিলতা৷ এই নিয়েই এগোবে ছবির গল্প৷ 

Published by:Pooja Basu
First published:

Tags: Abar bochor kuri por, টলিউড