#কলকাতা: ইমন চক্রবর্তী এবার একেবারে অন্য চেহারায়৷ অন্য মুডে ধরা দিলেন গায়িকা৷ স্যুইমিং পুলে তিনি নিজেকে ভাসিয়ে দিলেন৷ ঠিক যেভাবে প্রাণ খুলে গান করেন তিনি, ঠিক সেভাবেই জলে নেমে নিজেকে উজার করলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই নায়িকা৷ ছবিটি নিজেই পোস্ট করেছেন ইমন৷ লিখেছেন মন খুলে জলে ভাসো!
আরও পড়ুন'Don't break my heart'! জন্মদিনে মিমির ভিডিও ভাইরাল, দেখুন...একেবারে জলের রঙের সঙ্গে মানিয়ে তিনি পরেছেন নীল স্যুইমিং কসটিউম৷ এমনিতে ইমন খুব বেশি সাজতে পছন্দ করেন না৷ কোনও অনুষ্ঠানেও হালকা সাজে পাওয়া যায় তাকে৷ তবে জলে নেমে তার একেবারেই নো মেক আপ লুক৷ কিন্তু যেভাবে ক্যামেরার লেন্সে তাকিয়েছেন তিনি, তাতেই ভক্তরা উচ্ছ্বসিত৷
কিছুদিন আগে প্রেম ভেঙেছে ইমনের৷ অবসাদে ভুগেছেন তিনি৷ কিন্তু তিনি নিজেই তো গেয়েছেন তুমি অন্য কারও সঙ্গে বেঁধো ঘর! তাই সেই বার্তা যেন নিজেই মেনে চলছেন ইমন৷ আবার তাই নিজের গানে মন দিয়েছেন৷ প্রচুর অনুষ্ঠান করছেন তিনি৷ তার সঙ্গীত প্রতিষ্ঠান ইমন সঙ্গীত অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে বসন্ত উৎসব৷ আপাতত তার আয়োজনে ব্যস্ত ইমন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Iman Chakraborty, ইমন চক্রবর্তী